হ্যাটট্রিকেই জবাব মারাদোনাকে ! কোপায় শুরু মেসি ম্যাজিক
Last Updated:
আর্জেন্টিনা: ৫ ( ওটামেন্ডি- ৭', মেসি- ৬৮', ৭৮', ৮৭', আগুয়েরো-৯০') পানামা: ০
আর্জেন্টিনা: ৫ ( ওটামেন্ডি- ৭', মেসি- ৬৮', ৭৮', ৮৭', আগুয়েরো-৯০')
পানামা: ০
#শিকাগো: এলএম টেন ও বাকি দশ। এই আর্জেন্টিনাকে এভাবে বললেও হয়তো ভুল হয় না। পানামার বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে এসেই ঝড় তুললেন এলএম টেন। মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় পাঁচ গোলে। কোপায় শুরু মেসি ম্যাজিক !
advertisement
নায়কের প্রত্যাবর্তন হয়তো একেই বলে ৷ প্রত্যাবর্তেনই হ্যাটট্রিক এলএম টেনের। ৬১ মিনিটে মেসির আবির্ভাবেই যেন ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। কিংবদন্তী মারাদোনার তাঁকে সমালোচনার যোগ্য জবাব মাঠে নেমেই দিলেন ফুটবলের রাজকুমার।
advertisement
চোটের কারণে প্রথম ম্যাচে ছিলেন না। পানামার বিরুদ্ধেও প্রথম এগারোয় মেসিকে রাখেননি কোচ জেরার্দো মার্টিনো। দশ জনের পানামার বিরুদ্ধে ওটামেন্ডির (ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে গোল) গোলে লিড থাকলেও চ্যাম্পিয়নের ঝলকানি দেখা যাচ্ছিল না আর্জেন্টিনার খেলায়। মেসি মাঠে আসতেই যেন অন্য রূপ দেখা গেল ‘লা আলবিসেলেস্তে’দের। নিজেদের সেন্টার হাফে দাঁড়িয়ে কম্পাস মাপা পাসগুলোই যেন বলে দিচ্ছিল নায়কের আর্বিভাব।
advertisement
শতর্বষের কোপায় শিকাগোর সোলজার ফিল্ড সাক্ষী থাকল মেসি ম্যাজিকের। নিজে তিন গোল করলেন। পাশাপাশি গোল করালেন সতীর্থ অ্যাগুয়েরোকে দিয়েও। দি মারিয়া, লাভেজ্জি, পাস্তোরেদের অনুপস্থিতি চোখেই পড়ল না নায়কের ঝলমলানিতে। পানামাকে পাঁচ গোলে হারিয়ে শেষ আটের টিকিটও এদিন নিশ্চিত করল আর্জেন্টিনা।
ভেনেজুয়েলা বা মেক্সিকো, কোয়ার্টারে যেই পড়ুক সামনে। এই আর্জেন্টিনাকে এবার অন্তত সামলানো মুশকিল। কারণ একটাই, নায়ক ফিরে এসেছেন যে। এলএমের প্রত্যাবর্তনে কোপাও যেন আরও জমজমাট দেখাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 11, 2016 10:39 AM IST