২৩ বছর অপেক্ষাতেও কোপায় মেসিদের প্রাপ্তি শূন্য, কোপা সেন্টিনারিও চিলির
Last Updated:
টাইব্রেকারে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি! গোলশূন্য কোপা ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন চিলি।
আর্জেন্টিনা: ০
চিলি: ০
টাইব্রেকারে ২-৪ গোলে জয়ী চিলি ৷ কোপা সেন্টিনারিও চ্যাম্পিয়ন চিলি ৷
advertisement
#নিউ জার্সি: শতাব্দী সেরার তালিকায় গর্ডন ব্যাঙ্কসের খুব কাছাকাছি থাকবে ব্র্যাভোর এই সেভটা। শতর্বষের কোপা ফাইনালেও ক্লাব সতীর্থ মেসির হাত থেকে কাপটা বোধহয় এই একটা সেভেই তুলে নিলেন চিলির অধিনায়ক।
advertisement
২৩ বছরের অপেক্ষার শেষ ঘটাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সোমবার নেমেছিলেন মেসি অ্যান্ড কোম্পানি। খেতাব ধরে রাখার অঙ্ক কষে ফাইনাল খেলতে এসেছিলেন আর্তুরো ভিদাল, অ্যালেক্সিস স্যাঞ্চেজরা। ৯০ মিনিটের টোটাল ফুটবলে লাতিনের লা রোজারা থামিয়ে দিলেন আলবি সেলেস্তের স্বপ্নের দৌড়। কড়া মেজাজের ম্যাচে লাল কার্ড দেখলেন আর্জেন্টিনার মার্কোস রোজো ও চিলির দিয়াজ। জেরার্দো মার্টিনোর স্বপ্নের শেষের শুরু ওখানেই।
advertisement
আনফিট দি মারিয়াকে প্রথম এগারোয় রেখে প্রথম ভুলটা ওখানেই করেছিলেন আর্জেন্টিনার কোচ মার্টিনো। ইসলা, আরানগুইজ, মেডালদের রাফ ফুটবলের সামনে শুরু থেকেই এদিন গুটিয়ে থাকলেন পিএসজি মিডিও। দি মারিয়াকে তুলে আনকোরা মাতিয়াসকে নামিয়ে আরও বড় ভুল করলেন মার্টিনো। ফর্মে থাকা লামেলা মাঠে এলেন ১১০ মিনিটে। উইং ছেড়ে মেসি ঢুকে এলেন ডাউন দ্য মিডলে। কাজটা আরও সহজ হয়ে গেল চিলিয়ানদের। তবু তার মধ্যেই যে ক’টা বল গোলে রেখেছিলেন এলএমটেন ৷ হিগুয়েন, আগুয়েরোরা সেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ গোলশূন্য অবস্থায় টাইব্রেকার অবধি তাহলে পৌঁছতই না।
advertisement
টাইব্রেকারে চাপ নিতে না পেরে বল বাইরে মারলেন মেসি। শতবর্ষের কোপাও সেখানেই নীল-সাদার নাগাল ছেড়ে উড়ে গেল লা রোজাদের ডেরায়। একবার নয়, ‘ব্যাক টু ব্যাক’ দু’বার। আবারও লাতিন সেরা চিলি।
দেখুন ম্যাচের টাইব্রেকার........
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2016 10:11 AM IST