এই প্রথম শ্যুটিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে, ঝুলনের বেশে চাকদহ এক্সপ্রেসে নজর কাড়লেন অনুষ্কা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Anushka Sharma share glimpse of shooting video for chakda express. শ্যুটিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে, ঝুলনের বেশে চাকদহ এক্সপ্রেসে নজর কাড়লেন অনুষ্কা
#মুম্বই: ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। এই খবর সকলেরই জানা। সদ্য ইন্সটাগ্রামে 'চাকদা এক্সপ্রেস'-এর তৈরির একখানা ঝলক তুলে ধরেছেন বিরাটপত্নী অনুষ্কা। নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পাবে ঝুলনের বায়োপিক।
আরও পড়ুন - পাকিস্তানি পেসারের অনুরোধ রাখলেন বিরাট, কোহলির কোন উপহার পেয়ে আত্মহারা রউফ ?
দীর্ঘদিন কোনও সিনেমা করেননি অনুষ্কা। শেষ বার শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের সঙ্গে ‘জিরো’ সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। তার পর ‘বুলবুল’ মুক্তি পায় ওটিটি-তে। তার পরে মাতৃত্বের কারণে সিনেমা থেকে অনেকটাই দূরে সরে যান।
advertisement
সব ঠিক থাকলে হয়তো আগামী বছরেই মুক্তি পেতে চলেছে ‘চাকদহ এক্সপ্রেস’, যে সিনেমা তৈরি হয়েছে ঝুলন গোস্বামীর জীবন নিয়ে। সেই সিনেমার শ্যুটিংয়ের কিছু অংশ নেটমাধ্যমে প্রকাশ করলেন অনুষ্কা শর্মা। ঝুলনের জীবনীচিত্রে নামভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা।
advertisement
advertisement
সেই সিনেমার কিছু অংশ তুলে ধরেছেন তিনি। ছবি পরিচালক প্রসিত রায় সিনেমা সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। বিরাট-ঘরনী এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। বিরাট কোহলী এবং ঝুলন, দু’জনেই হৃদয়ের ইমোজি দিয়েছেন ভিডিয়োয়।
সেটে এবং মাঠে তাঁর শ্যুটিংয়ের দৃশ্য, সতীর্থদের সঙ্গে নাচ এবং কঠোর অনুশীলনের দৃশ্যও উঠে এসেছে। বর্তমানে এই সিনেমাটির জন্য কড়া ট্রেনিংয়ের মধ্যে রয়েছেন অনুষ্কা। ইংল্যান্ডের লিডসে অনুশীলন করছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 10:36 PM IST