‘এক চিরস্থায়ী উত্তরাধিকার’, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিনের অবসরে আবেগঘন পোস্ট অনুষ্কার

Last Updated:

ইনস্টাগ্রামে রবিচন্দ্রন অশ্বিন এবং স্ত্রী পৃথীকে ভালবাসা জানিয়েছেন অনুষ্কা।

Anushka Sharma hails R Ashwin as he announces retirement from international cricket.
Anushka Sharma hails R Ashwin as he announces retirement from international cricket.
অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চমকে গিয়েছে ভক্তরা। চলছে জোর চর্চা। আশ্চর্য হয়ে গিয়েছেন বিরাট ঘরণী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও।
ইনস্টাগ্রামে রবিচন্দ্রন অশ্বিন এবং স্ত্রী পৃথীকে ভালবাসা জানিয়েছেন অনুষ্কা। ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেলে অশ্বিনের অবসর ঘোষণা এবং তারপর ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও পোস্ট করা হয়। আবেগঘন সেই ভিডিওটাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন অনুষ্কা। সঙ্গে লেখেন, “এক চিরস্থায়ী উত্তরাধিকার।”
advertisement
advertisement
অনুষ্কা ভিডিওতে অশ্বিনের স্ত্রী পৃথিকেও ট্যাগ করেছেন। সঙ্গে দিয়েছেন আলিঙ্গন এবং হার্ট ইমোজি। আসলে অনুষ্কাও ক্রিকেটপ্রেমী। বিরাট এবং টিম ইন্ডিয়ার সমর্থনে প্রায়ই গলা ফাটাতে দেখা যায় তাঁকে। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সফরও করেন। টিম ইন্ডিয়ার অনেক ক্রিকেটারের স্ত্রীদের সঙ্গেও অনুষ্কার ভাল সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। অতীতে ম্যাচ চলাকালীন তাঁদের একসঙ্গে স্ট্যান্ডে সময় কাটাতে দেখা গিয়েছে। লাঞ্চ কিংবা ডিনার করতে দল বেঁধে বাইরেও বেড়িয়েছেন তাঁরা।
advertisement
২০১৮ সালে ‘জিরো’ ছবি মুক্তি পাওয়ার পরই বলিউড থেকে সাময়িক বিরতি নেন অনুষ্কা। তিনি জানিয়েছিলেন, কিছুটা সময় বিরাটের সঙ্গে পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। ব্যক্তিগত জীবনকেই সেই সময় অগ্রাধিকার দিয়েছিলেন তিনি।
বিরাট-অনুষ্কার দুই সন্তান। মেয়ে ভামিকা এবং ছেলে আকায়ের জন্মের পর অনুষ্কা এখন পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। এমনও শোনা যাচ্ছে, অনুষ্কা না কি বিরাটের সঙ্গে পাকাপাকিভাবে লন্ডন চলে যাবেন। তবে এসব নেহাতই গুজব। বিরাট বা অনুষ্কা কেউই এই প্রসঙ্গে মুখ খোলেননি।
advertisement
তবে শুধু অনুষ্কা নন, অশ্বিনের বিদায়ে বলিউডের অনেকেই আবেগঘন পোস্ট করেছেন। উপচে পড়ছে নানা স্মৃতি, জয়ের মুহূর্ত। সে সব কথাই লিখছেন তারকারা। অর্জুন কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সেই মানুষটিকে, যিনি আমাদের অনেক স্মরণীয় ম্যাচ, গর্বের মুহূর্ত এবং উদযাপনের সুযোগ দিয়েছেন। ধন্যবাদ অশ্বিন। আপনি সত্যিকারের গেমচেঞ্জার।”
পোস্ট করেছেন রণবীর সিংও। অশ্বিনের প্রতি কৃতজ্ঞ তিনি। একা হাতে দেশকে জিতিয়েছেন বহু ম্যাচ। তাই এই ডানহাতি স্পিনারের প্রতি শ্রদ্ধা উজাড় করে ‘সিঙ্ঘম এগেইন’ অভিনেতা রণবীর লিখেছেন, “আপনিই সেই মানুষ যিনি এই কাজ করতে পারেন। অনেক সুখস্মৃতি দেওয়ার জন্য ধন্যবাদ।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘এক চিরস্থায়ী উত্তরাধিকার’, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিনের অবসরে আবেগঘন পোস্ট অনুষ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement