MI vs RCB, 1st innings : অনুজ, বিরাটের ব্যাটে দাপটে জিতল আরসিবি, টানা চতুর্থ হার রোহিতের মুম্বইয়ের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Anuj Rawat and Virat Kohli takes RCB easy win over Mumbai Indians in IPL 2022 at Pune. অনুজ রাওয়াত এবং বিরাট কোহলি মিলে মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবির জয়ের রাস্তা তৈরি করে দিলেন
মুম্বই ইন্ডিয়ান্স - ১৫১/৬
আরসিবি - ১৫২/৩
আরসিবি জয়ী ৭ উইকেটে
#পুনে: মুম্বই ইন্ডিয়ান্স স্কোরবোর্ডে যে রান তুলেছিল, সেটা তাড়া করা আরসিবির পক্ষে খুব একটা কঠিন হবে মনে হয়নি কখনও। পাওয়ার প্লেতে উইকেট না পেলে মুম্বইয়ের জয়ের সম্ভাবনা যে আরও কমে যাবে সেটাই স্বাভাবিক ছিল। আরসিবির ফ্যাফ ডু প্লেসি এবং অনুজ রাওয়াত মিলে দুর্দান্ত শুরু করলেন। বুমরাহ, বাসিল থম্পি মিলে কোনও উইকেট তুলতে পারলেন না।
advertisement
advertisement
ডু প্লেসি ব্যক্তিগত ১৬ রানের মাথায় আউট হয়ে গেলেও আরসিবি ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকলেন অনুজ রাওয়াত এবং বিরাট কোহলি। ১০ ওভারেই পরিষ্কার হয়ে গিয়েছিল অঘটন না ঘটলে আইপিএলে টানা চতুর্থ হারের দিকে এগোতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। অনুজ রাওয়াত আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করলেন।
উনাদকাট, বুমরাহ, পোলার্ড, মুরুগান অশ্বিনরা উইকেট নিতে ব্যর্থ। আরসিবি বিনা প্রতিরোধে এগিয়ে চলল। মেগা নিলামে এবার মুম্বইয়ের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিরাট টাকা দিয়ে টিম ডেভিডকে কিনে তাকে ড্রপ করে দেওয়া হল। অন্যদিকে বিরাট কোহলি যেন ঠিক করে নেমেছিলেন দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন। স্কোরবোর্ড চালু রাখলেন, লুজ বল পেলে বাউন্ডারির বাইরে পাঠালেন। রোহিত শর্মার বিরুদ্ধে অলিখিত লড়াই জিততে কতটা মরিয়া ছিলেন কোহলি সেটা বোঝা গেল। যদিও ৩০ রানের মাথায় এদিন কোহলি জীবনদান পান।
advertisement
Match 18. Royal Challengers Bangalore Won by 7 Wicket(s) https://t.co/jRB4z80rIA #RCBvMI #TATAIPL #IPL2022
— IndianPremierLeague (@IPL) April 9, 2022
ব্যক্তিগত ৬৬ রানে অনুজ রান আউট হয়ে গেলেও ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। দলকে জয়ের শক্ত প্ল্যাটফর্মের ওপর দাঁড় করিয়ে গেলেন দিল্লির ছেলে। তিনি এবং বিরাট কোহলি একই ক্রিকেট একাডেমির, একই কোচের ছাত্র। এই জায়গা থেকে বিরাট কোহলির সঙ্গ দিলেন দীনেশ কার্তিক। বুমরাহকে ছয় মারলেন। এখনো এই ফরম্যাটে তাকে ফেলে দেওয়া যায় না বুঝিয়ে দিলেন।
advertisement
ব্রেভিসের বলে ৪৮ রানে এলবিডব্লিউ হলেন বিরাট। তবে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। আউট হয়ে রাগে গজগজ করতে দেখা যায় প্রাক্তন অধিনায়ককে। ম্যাক্স ওয়েল এসেই দু বলে খেলা শেষ করে দিলেন। নয় বল বাকি থাকতে জিতে গেল আরসিবি। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আবার একটা লজ্জাজনক হারের সম্মুখীন হল। এই দুরবস্থা চেন্নাই তারা কবে কাটিয়ে উঠবে জানা নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2022 11:26 PM IST