CWG 2018 : টেবিল টেনিসে সিঙ্গাপুরকে দুরমুশ করে সোনা জয় মৌমাদের

Last Updated:

কমলওয়েলথ গেমসের ইতিহাসে নজির সৃষ্টি করেছে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল । চারদিকে একটাই রব ইন্ডিয়া ইন্ডিয়া কারণ একটাই । এই প্রথম ভারতীয় মহিলারা কমনওয়েলথ গেমসে সোনা জেতে

#গোল্ড কোস্ট: কমলওয়েলথ গেমসের ইতিহাসে নজির সৃষ্টি করেছে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল । চারদিকে একটাই রব ইন্ডিয়া ইন্ডিয়া কারণ একটাই । এই প্রথম ভারতীয় মহিলারা কমনওয়েলথ গেমসে সোনা জেতে । তারা সিঙ্গাপুরকে ৩-১ এ উড়িয়ে ইতিহাস সৃষ্টি করে মৌমারা।
advertisement
রবিবার ইংল্যান্ডকে ৩-০ হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় টেবিল টেনিসের মহিলারা । সিঙ্গাপুরের তিয়ান উই ফেং-কে সরাসরি ১১-৮, ৮-১১, ৭-১১ সেটে হারান ভারতের তারকা টেবিল টনিস খেলোয়াড় মনিকা বাত্রা, দ্বিতীয় ম্যাচে অবশ্য ম্যাঙ্গিউ হিউয়ের হেরে য়ান মধুরিকা পাটেকর ।
advertisement
এরপর ডাবলসে মৌমা-মধুরিকা জুটি সিঙ্গাপুরকে হারিয়ে ২-১ লিড নেন । চতুর্থ ম্যাচে সিঙ্গাপুরের ইয়ান ঝাউকে হারিয়ে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন মনিকা বাত্রা ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWG 2018 : টেবিল টেনিসে সিঙ্গাপুরকে দুরমুশ করে সোনা জয় মৌমাদের
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement