মেসির আর্জেন্টিনাকে `গিলে ফেলতে' তৈরি ৬ ফুট ৮ ইঞ্চির ডাচ গোলরক্ষক! দিয়ে রাখলেন হুমকি

Last Updated:

Andries Noppert Netherlands giant goalkeeper ready to take on Lionel Messi Argentina tonight. মেসির আর্জেন্টিনাকে গিলে ফেলতে তৈরি ৬ ফুট ৮ ইঞ্চির ডাচ গোলরক্ষক! দিয়ে রাখলেন হুমকি

কমলা ব্রিগেডের শেষ প্রহরীর হুঙ্কার আর্জেন্টিনাকে
কমলা ব্রিগেডের শেষ প্রহরীর হুঙ্কার আর্জেন্টিনাকে
#দোহা: এই বিশ্বকাপের সবচেয়ে লম্বা ফুটবলার তিনি। উচ্চতায় এগিয়ে জার্মানির গোলরক্ষক ম্যানুয়াল নোয়েরের থেকেও। ৬ ফুট ৮ ইঞ্চির বিরাট শরীরটা যখন গোলপোস্টের নিচে দাঁড়ায় তখন ভরসা পায় নেদারল্যান্ডস। আন্দ্রেস নোপের্ট। ডাচ গোলরক্ষক। একটা সময় হতাশ হয়ে ফুটবল ছেড়ে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন।
২০২০ সালের জুন থেকে ২০২১ সাল পর্যন্ত ক্লাবহীন বেকার বসে ছিলেন নোপের্ট। তখন লকডাউনের মধ্যে চোট ও ক্লাবহীন থাকায় ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছিলেন। কিন্তু নোপের্ট হাল ছাড়েননি। ডাচ শীর্ষ লিগের দল গো অ্যাহেড ইগলসের তখন জরুরি ভিত্তিতে গোলকিপার প্রয়োজন। কপাল খুলে যায় নোপের্টের।
আরও পড়ুন - ভারতকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ ! সাকিব, মিরাজদের নতুন প্রতিজ্ঞায় আশা পদ্মা পারে
সেখানে ছয় মাসের চুক্তিতে ভালো খেলার পুরস্কার হিসেবে আবারও ডাক পান হেরেনভেনে। ক্লাবটি তত দিনে ডাচদের শীর্ষ লিগে উঠেছে। নোপের্ট সেখানেও ভাল পারফরম্যান্স করে চোখে পড়েন নেদারল্যান্ডস কোচ লুই ফন গালের। বাকিটা ইতিহাস। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার কথা কখনোই ভাবিনি।
advertisement
advertisement
নেদারল্যান্ডসে গোলকিপারের অভাব নেই। পরে দেখি আমাকে টিভিতে দেখাচ্ছে। তার আগে মেইলে সুযোগ পাওয়ার কথা জেনেছি। এরপরও বাদ পড়ার সম্ভাবনা ছিল এবং সেটা হলে জানিয়েও দেওয়া হয়। তাই তখনো অতটা নিশ্চিত ছিলাম না। পরে টিভিতে নিজের নাম দেখে নিশ্চিত হই। নোপের্টের জীবনের গল্প বহু আগেই তাঁর উচ্চতাকে ছাপিয়ে গেছে। এখন মেসিকেও ছাপিয়ে যাওয়ার পালা!
advertisement
লিওনেল মেসি নিশ্চয়ই নোপের্টকে দেখেছেন? নোপের্টও নিশ্চয়ই চোখের ফিতায় মাপজোখ করে নিয়েছেন মেসিকে। আজ রাতে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের মোড়কে ‘খণ্ডযুদ্ধ’ হবে এই দুজনের। ম্যাচ টাইব্রেকারে গড়ালে হয়ে উঠবে মূল লড়াই।
উল্টোদিকে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আলভারেজ, ডি মারিয়া, মার্টিনেজ - এমন শক্তিশালী ফরওয়ার্ড লাইনের বিপক্ষে খেলতে হবে নোপের্টকে। ভয় পেতে রাজি নন ডাচ গোলরক্ষক। বরং আট বছর আগের প্রতিশোধ নিতে মরিয়া কমলা ব্রিগেডের শেষ প্রহরী।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির আর্জেন্টিনাকে `গিলে ফেলতে' তৈরি ৬ ফুট ৮ ইঞ্চির ডাচ গোলরক্ষক! দিয়ে রাখলেন হুমকি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement