Andrew Symonds Accident Update: দুর্ঘটনায় অক্ষত, সাইমন্ডসকে ছেড়ে যেতে চাইছিল না পোষ্য সারমেয়, জানালেন প্রত্যক্ষদর্শী

Last Updated:

সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, গাড়িতে সাইমন্ডসের সঙ্গেই ছিল তাঁর দুই পোষ্য সারমেয়৷

সাইমন্ডসের প্রয়াণে স্তম্ভিত ক্রিকেট বিশ্ব৷ Photo-AFP
সাইমন্ডসের প্রয়াণে স্তম্ভিত ক্রিকেট বিশ্ব৷ Photo-AFP
#কুইন্সল্যান্ড: রবিবার সকালেই অপ্রত্যাশিত খবরে চমকে উঠেছিলেন বিশ্বের ক্রিকেট অনুরাগীরা৷ পথ দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সেই বিদায় নিেয়ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের আর এক কিংবদন্তি অ্যান্ড্রু সাইমন্ডস৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, গাড়িতে একাই ছিলেন সাইমন্ডস৷ তিনিই গাড়ি চালাচ্ছিলেন৷
কিন্তু সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, গাড়িতে সাইমন্ডসের সঙ্গেই ছিল তাঁর দুই পোষ্য সারমেয়৷ যদি গাড়ি দু্র্ঘটনা সত্ত্বেও অক্ষতই ছিল তারা৷ কিন্তু সাইমন্ডসের যে কোনও বিপদ ঘটেছে, তা বুঝতে পেরেছিল তাঁর প্রিয় পোষ্য দু'টি৷ এক প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, দু'টি কুকুরের মধ্যে একটি সাইমন্ডসকে ছেড়ে ঘটনাস্থল থেকে নড়তেই চাইছিল না৷
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউন্সভিলে দুর্ঘটনার কবলে পড়ে সাইমন্ডসের গাড়ি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ প্রত্যক্ষদর্শী এক মহিলা অস্ট্রেলিয়ার 'ক্যুরিয়র মেল'-কে জানিয়েছেন, 'দু'টি কুকুরের মধ্যে একটি বুঝতে পেরেছিল যে খারাপ কিছু ঘটেছে৷ ওকে সরিয়ে নেওয়ার জন্য কাছে গেলেই রাগে গর্জন করে উঠছিল সেটি৷' ওই মহিলা আরও দাবি করেছেন, তাঁর সঙ্গী ঘটনাস্থলে সাইমন্ডসের সংজ্ঞা ফেরানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু সেই সময় সাইমন্ডস সাড়া দিচ্ছিলেন না, তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন৷ প্রাক্তন অজি অলরাউন্ডারের পালসও পাওয়া যায়নি৷
advertisement
ঘটনাস্থলে থাকা এক পুিলশকর্মীও জানিয়েছেন, এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন৷ সাইমন্ডস মদ্যপ অবস্থায় ছিলেন, এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি বলে দাবি করেছেন ওই পুলিশকর্মী৷
দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তি যে সাইমন্ডসই, প্রথমে তা জানায়নি পুলিশ৷ কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর ছবি দেখেই সাইমন্ডসে চিনে নেন সবাই৷
বাংলা খবর/ খবর/খেলা/
Andrew Symonds Accident Update: দুর্ঘটনায় অক্ষত, সাইমন্ডসকে ছেড়ে যেতে চাইছিল না পোষ্য সারমেয়, জানালেন প্রত্যক্ষদর্শী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement