Andre Russell, KKR : পরিসংখ্যান বলছে আইপিএলে সর্বকালের সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল! দেখে নিন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Andre Russell over takes Jacques Kallis as the most successful all rounder in IPL. পরিসংখ্যান বলছে আইপিএলে সর্বকালের সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল
#মুম্বই: অনেকেই তাঁকে এবার কেকেআর দলের অংশ হিসেবে দেখতে চাননি। অর্ধেক সময় আনফিট এবং ধারাবাহিকতার অভাবে ভুগেছিলেন। কিন্তু কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা হারায়নি। তারা জানত ঠিক জ্বলে উঠবেন আন্দ্রে রাসেল। মরণ-বাঁচন ম্যাচে সেটাই হল। সানরাইজার্সকে কেকেআর বড় ব্যবধানে হারাতে পারল আন্দ্রে রাসেলের জন্য।
Special win. Special moments. 💜#AmiKKR #KKRvSRH #IPL2022 pic.twitter.com/ZwJEYiqY6N
— KolkataKnightRiders (@KKRiders) May 15, 2022
ব্যাটে, বলে অনবদ্য ছিলেন কেকেআর তারকা। আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলস্টোন টপকানোর দিনে দুর্দান্ত এক নজির গড়েন আন্দ্রে রাসেল। তিনি ভেঙে দেন জ্যাক কালিসের রেকর্ড। এই নিয়ে মোট চারবার একই আইপিএল মরশুমে ৩০০ রান ও ১০টি উইকেটে নেওয়ার কৃতিত্ব অর্জন করেন দ্রে রাস।
advertisement
advertisement
কালিস নিজের আইপিএল কেরিয়ারে মোট ৩ বার এমন কৃতিত্ব অর্জন করেছেন।সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলার পরে চলতি আইপিএলের ১৩ ম্যাচে আন্দ্রে রাসেলের সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৩৩০ রান। তিনি হায়দরাবাদ ম্যাচের আগেই ১৪টি উইকেট নিয়েছিলেন। সানরাইজার্সের বিরুদ্ধে ৩টি উইকেট নেওয়ার সুবাদে চলতি আইপিএলে রাসেলের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭টি।
advertisement
আন্দ্রে রাসেল:-
১. ২০১৫ সালে ৩২৬ রান ও ১৪টি উইকেট সংগ্রহ করেন।
২. ২০১৮ সালে ৩১৬ রান ও ১৩টি উইকেট সংগ্রহ করেন।
৩. ২০১৯ সালে ৫১০ রান ও ১১টি উইকেট সংগ্রহ করেন।
৪. ২০২২ সালে এখনও পর্যন্ত ৩৩০ রান ও ১৭টি উইকেট সংগ্রহ করেছেন।
advertisement
তবে আন্দ্রে রাসেল জানিয়ে দিয়েছেন পরিসংখ্যান তার কাছে গুরুত্বহীন। আসল হল চ্যাম্পিয়ন হওয়া। কেকেআরকে যদি আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেন তবে বুঝবেন কিছু একটা করতে পেরেছেন। সেভাবেই সামনের দিনে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন আন্দ্রে রাসেল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 1:09 PM IST