Andre Russell: রাসেলকে ফর্মে ফেরানোর দায়িত্ব নিলেন ধোনি! মাহির কাছে কৃতজ্ঞ কেকেআর তারকা

Last Updated:
রাসেলের সাহায্যে এগিয়ে এলেন ধোনি
রাসেলের সাহায্যে এগিয়ে এলেন ধোনি
কলকাতা: ধোনির ভোকাল টনিকেই হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন আন্দ্রে রাসেল। এমনটাই জানিয়েছেন কেকেআরের এই অলরাউন্ডার। ব্যাট হাতে চলতি আইপিএলে একেবারেই নিষ্প্রভ রাসেল। তবে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ভালো বল করেন তিনি। ৪ ওভারে ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন। আর এই সাফল্যের জন্যই ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই মাড়কুটে ব্যাটার।
রাসেল জানিয়েছেন, এম এস ধোনি হচ্ছেন সর্বকালের সেরা ক্রিকেটার। উনিই আমায় বলেন কিছু ওভার বল করলেই আমি আত্মবিশ্বাস ফিরে পাবো। যা আমায় ব্যাটিং এর ছন্দ ফিরে পেতেও সাহায্য করবে। চলতি আইপিএলের মরসুমে ৮ ম্যাচে মাত্র ১০৮ রান করেছেন রাসেল ও নিয়েছেন ৫ উইকেট।
প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ৩৫, ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ০, গুজরাতের বিরুদ্ধে ১, হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩, মুম্বইয়ের বিরুদ্ধে ২১ রানে অপরাজিত, দিল্লির বিরুদ্ধে ৩৮, চেন্নাইয়ের বিরুদ্ধে ৯ ও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিরতি ম্যাচে মাত্র ১ রান করেন কলকাতার অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ২ উইকেট নেওয়ার আগে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে ৩ উইকেট নেন, কিন্তু ঐ ম্যাচে ২ ওভারে ২২ রান দেন তিনি।
advertisement
advertisement
ওয়েস্ট ইন্ডিজের এই জনপ্ৰিয় ক্রিকেটার এবারের আইপিএলে ছন্দে না থাকার জন্য ইতিমধ্যেই সমর্থক ও প্রাক্তন ক্রিকেটারদের তীব্র সমালোচনার শিকার হয়েছেন। তাকে প্রথম একাদশে না রাখার সুপারিশ করেছেন অনেকেই।ব্যাটিং করতে নেমেই বড় শট মারতে গিয়ে উইকেট ছুড়ে এসেছেন রাসেল এবারের আইপিএলের একাধিক ম্যাচে। বিরাট অংকের অর্থ দিয়ে তাকে দলে রেখেছে কেকেআর।
advertisement
তার অফ ফর্ম নি:সন্দেহে ভোগাচ্ছে দলকে। তাকে প্রথম একাদশের বাইরে রাখা হলে কেকেআরে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে যাবে। তাই টিম ম্যানেজমেন্টও তাড়াহুড়ো না করে রাসেলের উপর এখনো ভরসা রেখে অপেক্ষা করতে চাইছে। এমতাবস্থায় ধোনির মূল্যবান পরামর্শ রাসেলকে যেন নতুন পথ দেখিয়েছে।
বুধবার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে কম রান দিয়ে দুটি উইকেট নিয়ে তার আত্মবিশ্বাস ফিরে এসেছে বলে মনে করছেন রাসেল। ধোনির ভোকাল টনিক নিয়েই আগামী শনিবার ইডেনে গুজরাত টাইটান্স এর বিরুদ্ধে নামবেন রাসেল। আগামী প্রত্যেকটি ম্যাচে রাসেল বল করবেন ও এবং দ্রুত তিনি বড় রানের মধ্যে ফিরবেন বলেই আশাবাদী রাসেল। রাসেলের পাশাপাশি আশাবাদী কেকেআরও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Andre Russell: রাসেলকে ফর্মে ফেরানোর দায়িত্ব নিলেন ধোনি! মাহির কাছে কৃতজ্ঞ কেকেআর তারকা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement