PSL: ভারতের লাগাতার ড্রোন হামলা! পাকিস্তানের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট দেশ থেকেই 'হাওয়া'

Last Updated:

পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের প্রভাব পড়ল ক্রিকেটেও। ভারতের ড্রোন হামলার জেরে সরিয়ে নেওয়া হল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি অংশ এবার অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

News18
News18
করাচি: পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের প্রভাব পড়ল ক্রিকেটেও। ভারতের ড্রোন হামলার জেরে সরিয়ে নেওয়া হল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি অংশ এবার অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, পিএসএলের ফাইনাল-সহ বাকি থাকা আটটি ম্যাচের চূড়ান্ত সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশোয়ার জালমির। তবে স্টেডিয়ামের কাছে একটি ড্রোন হামলা হওয়ার জেরে বিকালে ম্যাচ স্থগিত করা হয়। এর পর ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে জরুরি সভায় বসেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। কয়েক দফা বৈঠকের পর মধ্যরাতে আসে পিএসএল পাকিস্তান থেকে আরব আমিরাতে স্থানান্তরের ঘোষণা।
advertisement
advertisement
পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে মোট ২৮টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করেছে পাক সেনাবাহিনী। তিনি এই ড্রোন হামলাকে ‘দেশি ও বিদেশি ক্রিকেটারদের লক্ষ্যবস্তু করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা’ হিসেবে অভিযোগ করেছেন।
আরও পড়ুন- ভারতের হামলায় বিধ্বস্ত পাকিস্তান! আর হবে না পিএসএল! কী সিদ্ধান্ত নিল পিসিবি?
গত মাসে কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জেরে ৮ মে মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালায় ভারত। এর পর থেকে সীমান্তে গুলি বিনিময়-সহ পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাকিস্তানের বেশ কিছু জায়গায় ড্রোন হামলা করেছে ভারত।
advertisement
চলতি পিএসএলে আছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মোট ৩৭ জন বিদেশি খেলোয়াড়। এএফপি জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানে থাকতে অনিচ্ছুক তাঁরা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। ২০২০ সাল থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। কয়েক মাস আগে দেশটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PSL: ভারতের লাগাতার ড্রোন হামলা! পাকিস্তানের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট দেশ থেকেই 'হাওয়া'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement