World Cup 2023: বিশ্বকাপের টিকিট পাবেন কোথা থেকে? কেমন দাম রাখা হচ্ছে? রইল বিস্তারিত তথ্য

Last Updated:

টিকিটের দাম রাখা হচ্ছে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা। এর মাঝে হাজার, ১৫০০, ২০০০ টাকার টিকিট বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা

বিশ্বকাপের টিকিটের দাম এবং বাকি তথ্য জানুন
বিশ্বকাপের টিকিটের দাম এবং বাকি তথ্য জানুন
কলকাতা: একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই গোটা ভারতবর্ষ জুড়ে ক্রিকেটপ্রেমী মানুষদের উত্তেজনা বেড়ে চলেছে। এতক্ষণে সবাই জেনে গিয়েছেন কবে কবে ভারতের ম্যাচ, কলকাতার ইডেনে কটা ম্যাচ এবং ভারতের বিভিন্ন স্টেডিয়ামে কতগুলো ম্যাচ হবে। যেটা এখন সবচেয়ে জানার বিষয় আগ্রহ সমর্থকদের সেটা হল কত হতে চলেছে বিশ্বকাপের টিকিটের মূল্য?
কোথা থেকে পাওয়া যাবে টিকিট এবং কবে থেকে বিক্রি চালু হবে? আইসিসির ওয়েব সাইট এবং অফিসিয়াল অ্যাপ থেকে যেমন টিকিট পাওয়া যাবে তেমনই পেটিএম, পেটিএম ইনসাইডার, বুক মাই শো র মাধ্যমেও পাওয়া যাবে বেশিরভাগ টিকিট। ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ। মোটামুটি ৪৫ দিন আগে থেকে বাজারে ছাড়া হতে পারে টিকিট। খুব বেশি হলে ৫০ দিন আগে। টিকিটের দাম রাখা হচ্ছে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা।
advertisement
advertisement
এর মাঝে হাজার, ১৫০০, ২০০০ টাকার টিকিট বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা। কলকাতায় সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ জানিয়েছেন সাধারণ মানুষের নাগালের মধ্যেই বেশিরভাগ টিকিট রাখা হবে। অর্থাৎ ইডেনে ২০০০ টাকার মধ্যেই টিকিট বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা এমনটা মনে করা হচ্ছে। দামি টিকিটের সঙ্গে হয়তো খাবার প্যাকেট এবং পানীয় থাকতে পারে।
advertisement
তবে এ বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে স্বাভাবিকভাবে এমনটাই হয়ে থাকে। আগে ইডেনে এক লাখ মানুষ একসঙ্গে খেলা দেখতে পারতেন। এখন সংখ্যাটা কমে ৬৫ হাজার। মানুষের নিরাপত্তার কথা ভেবেই এমনটা করা হয়েছিল কয়েক বছর আগে। তাছাড়া বিশ্বকাপের কথা ভেবে কয়েক মাস আগে থেকেই নতুন করে তৈরি করা হচ্ছে ইডেনকে
advertisement
এখন অনেক বেশি আধুনিক ক্রিকেটের নন্দনকানন। বিশ্বমানের সুযোগ সুবিধা থাকবে ইডেনে। আগে মহিলাদের টয়লেট নিয়ে অভিযোগ থাকত। এখন প্রতিটি ব্লকে অন্তত চারটে করে মহিলা টয়লেট তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধের জন্য লিফট থাকতে পারে কিছু জায়গায়। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার অথবা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে।
advertisement
মানুষ যাতে খেলা দেখতে এসে অসুবিধার মধ্যে না পড়েন এবং সম্পূর্ণ বিনোদন পান কয়েক ঘন্টা সেই চেষ্টা করা হচ্ছে শতভাগ দিয়ে। খুব তাড়াতাড়ি সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হবে টিকিটের ব্যাপারে আরও তথ্য।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023: বিশ্বকাপের টিকিট পাবেন কোথা থেকে? কেমন দাম রাখা হচ্ছে? রইল বিস্তারিত তথ্য
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement