Alipurduar News: আড়াই কোটি টাকায় ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের নতুন পাওয়া, খেলা আয়োজনে সুবিধা বাড়বে কয়েকগুণ! আর ভাবতে হবে না ক্লাবদের

Last Updated:

Alipurduar News: এবারে আর নৈশ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে ভাবতে হবে না ফালাকাটার ক্লাবগুলিকে। নতুন রূপে সেজে উঠছে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম। 

+
ফালাকাটা

ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম 

আলিপুরদুয়ার: এবারে আর নৈশ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে ভাবতে হবে না ফালাকাটার ক্লাবগুলিকে। নতুন রূপে সেজে উঠছে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম। ফালাকাটার বাসিন্দারা দুর্গাপুজোর আগেই উপহার পাচ্ছেন বলে জানা যায়।
আলিপুরদুয়ারের ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে উচ্চবাতিস্তম্ভ লাগানোর কাজ শুরু হল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে মন্ত্রী উদয়ন গুহর তত্ত্বাবধানে ফালাকাটার প্রয়াত বিধায়কের স্বপ্নের ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে আলোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটা করে ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দেড় মাসের মধ্যে এই কাজ শেষ হবে। স্টেডিয়ামের আলোর কাজের জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি ৫৬ লক্ষ টাকা।
advertisement
advertisement
আগামী অগাস্ট মাসের পরে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে রাত্রিকালীন খেলা শুরু হবে। আটটি উঁচু স্তম্ভের বাতি মাঠের চারপাশে বসছে। এই বিষয়ে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, নৈশ টুর্নামেন্টগুলির জন্য ফাঁকা মাঠগুলির ওপর ভরসা করতে হত। খেলার উপযোগী করে তোলার জন্য মাঠগুলির পেছনে সব ক্লাব অনেক খরচ করত। এবারে আর সেই সমস্যা থাকল না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাবের পক্ষ থেকে শুভব্রত দে জানান, “সংস্কৃতির শহর ফালাকাটা। ক্রীড়া জগতেও এরপর এই এলাকার খেলোয়াড়দের নাম হবে। নতুন রূপে স্টেডিয়াম গড়ে উঠছে। সঠিক পরিকাঠামো পেতে চলেছে স্টেডিয়াম।”
Annanya Dey
বাংলা খবর/ খবর/খেলা/
Alipurduar News: আড়াই কোটি টাকায় ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের নতুন পাওয়া, খেলা আয়োজনে সুবিধা বাড়বে কয়েকগুণ! আর ভাবতে হবে না ক্লাবদের
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement