Akash Deep: ইংরেজদের 'ধোলাই' করে ৩টি বিশ্বরেকর্ড আকাশ দীপের, বাংলার ক্রিকেটারের বড় কীর্তি

Last Updated:

Akash Deep Create 3 Unique World Records: শনিবার দ্য ওভালে টেস্টের তৃতীয় দিনে আকাশ দীপের ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে তিনি তার প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি করেন, যা ভারতের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

(Photo-AP)
(Photo-AP)
শনিবার দ্য ওভালে টেস্টের তৃতীয় দিনে আকাশ দীপের ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে তিনি তার প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি করেন, যা ভারতের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১২টি চার মেরে ৯৪ বলে ৬৬ রান করে লাঞ্চের ঠিক আগে গাস অ্যাটকিনসনের বলে আউট হন তিনি। কঠিন পিচে বাংলার বোলারের এই ব্যাটিং পারফরম্যান্স সত্যিই কুর্নিশ যোগ্য।
আকাশ দীপের এই ইনিংস বিশেষ, কারণ তার আগে আকাশ দীপের প্রথম-শ্রেণির ব্যাটিং গড় ছিল মাত্র ১১.৪৮। তবুও তিনি ইংল্যান্ডে চারে ব্যাট করে হাফ-সেঞ্চুরি করা সচিন, কোহলি ও গিলের মতো ব্যাটসম্যানদের পাশে নাম লেখান। এছাড়াও, ২০১১ সালের পর তিনিই প্রথম ভারতীয় নাইটওয়াচম্যান যিনি ইংল্যান্ডে টেস্টে হাফ-সেঞ্চুরি করলেন।
advertisement
advertisement
এর আগেই এজবাস্টনে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন আকাশ দীপ। তিনি ১০ উইকেট নিয়ে ভেঙেছেন চেতন শর্মার দীর্ঘদিনের রেকর্ড। এর ফলে তিনি ইংল্যান্ড সফরে একটি ম্যাচে হাফ-সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়া মাত্র ১২তম ক্রিকেটার হন। এই তালিকায় রয়েছে ওয়ার্ন, হ্যাডলি, ইমরান খানের মতো কিংবদন্তিরা।
advertisement
আকাশ দীপ ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন, যা চলতি সিরিজের ১৮তম শতরান-জুটি। ২০০০ সালের পর এটিই কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ শতরান পার্টনারশিপের রেকর্ড। এই ব্যাটে-বলের যুগলবন্দীতে আকাশ দীপ প্রমাণ করেছেন, তিনিই ভারতের টেস্ট দলে লম্বা রেসের ঘোড়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Akash Deep: ইংরেজদের 'ধোলাই' করে ৩টি বিশ্বরেকর্ড আকাশ দীপের, বাংলার ক্রিকেটারের বড় কীর্তি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement