Indian football : মাসে আট লাখ টাকা মাইনে, ভারতীয় ফুটবল কর্তারা জ্যোতিষী পুষছেন সুনীলদের জন্য!
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
AIFF appointed astrologer monthly 8 lakh rupees salary for motivating Indian football team. মাসে আট লাখ টাকা মাইনে, ভারতীয় ফুটবল কর্তারা জ্যোতিষী পুষছেন সুনীলদের জন্য!
#নয়াদিল্লি: দেশের ফুটবলের নিয়ামক সংস্থার দায়িত্বে এখন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। তাঁরাই কেঁচো খুড়তে দিয়ে সাপ খুঁজে পেয়েছে। মাঠে দেশের হয়ে দুর্দান্ত লড়াই করছেন সুনীল ছেত্রীরা! আর দফতরে বসে ভারতীয় ফুটবলের শীর্ষ কর্তারা নিয়োগ করছেন জ্যোতিষীকে! তাতে নাকি ভারতীয় ফুটবলের উন্নতি হবে!
অবিশ্বাস্য হলেও সত্যি এই ঘটনা। ঘটেছে খোদ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেই। মাসিক ৮ লক্ষ টাকা বেতন দিয়ে এক জ্যোতিষী নিয়োগ করা হয়েছিল। যা নিয়ে চূড়ান্ত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি ফুটবল সংস্থায় জ্যোতিষী কী ভূমিকা থাকতে পারে, তা নিয়ে জোরাল প্রশ্ন উঠেছে।
advertisement
advertisement
এখন যেখানে খেলাধুলোর সঙ্গে অত্যাধুনিক সব প্রক্রিয়া আর নানা রকম পেশাদার, বিশেষজ্ঞদের যোগ করা হচ্ছে, সেখানে ভারতের ফুটবল নিয়ামক সংস্থা বিশেষজ্ঞ বলতে বুঝল কি না জ্যোতিষীকে! সত্যিই চোখ কপালে তুলে দেওয়ার মতোই ঘটনা! সুনীল ছেত্রীদের ভাল ফুটবল খেলার জন্য কি তা হলে জ্যোতিষীর সাহায্য লাগছে?
Did astrology play a role in the Indian men’s football team’s recent success at the AFC Asian Cup Qualifiers?#IndianFootballhttps://t.co/OtlMZGE7te
— News18 Sports (@News18Sports) June 22, 2022
advertisement
সিওএ কর্তারা খোঁজ নিতে গিয়ে এমন কোনও জ্যোতিষীর সন্ধানই পাচ্ছেন না! সংস্থার রেকর্ডে যে নাম, ঠিকানা রয়েছে সেখানে সরেজমিনে গিয়ে এমন কোনও জ্যোতিষী বা জ্যোতিষ সংস্থার সন্ধান নাকি তাঁরা পাননি। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সংস্থার সাধারণ সচিব কুশল দাসকে। শোনা যাচ্ছে, তাঁর কাছে কোনও যথাযথ ব্যাখ্যা ছিল না। তার পরে তাঁকে সরে দাঁড়াতে বলা হয় বলে খবর।
advertisement
এদিকে, এএফসি ও ফিফার যৌথ প্রতিনিধি দল ভারতে এসে সিওএ কর্তৃক গঠিত নতুন কমিটি ভেঙে দিয়েছে। ফুটবলের ডামাডোল, সুপ্রিম কোর্টের রায়, সব কিছু খতিয়ে দেখে এই কর্তারা রিপোর্ট দেবেন। তিন দিনের সফরে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন এএফসি-র সাধারণ সচিব উইন্ডসর জন।
কর্তাদের এই টিম মঙ্গলবার সকালে প্রফুল্ল পটেলে সঙ্গে বৈঠক করে। তার পর সিওএ কর্তৃক তৈরি নতুন কমিটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। এএফসি-ফিফা টিমের যুক্তি, এই কমিটি নিয়োগের ফলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ঘটছে, যা এএফসি ও ফিফা গঠনতন্ত্রের বিরোধী।
advertisement
বিভিন্ন রাজ্যের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ফিফা এবং এএফসি কর্তারা। তবে ফিফার ব্যান সম্ভবত লাগানো হবে না ভারতকে, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
Location :
First Published :
June 22, 2022 12:59 PM IST