Indian football: ভারতীয় ফুটবল দলের নতুন কোচের নাম ঘোষণা, কে নিচ্ছেন গুরপ্রীতদের দায়িত্ব?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Indian Football: ৩ বছরের চুক্তিতে স্প্যানিশ কোচ মানোলোকে সই করাতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় দলের পাশাপাশি ২০২৪-২৫ মরশুমে এফসি গোয়ার দায়িত্বও পালন করবেন মার্কেজ।
নয়াদিল্লি: ভারতীয় ফুটবল দলের নতুন হেড কোচের নাম ঘোষণা হয়ে গেল। স্টিম্যাচ পরে ভারতের হেড কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন মানোলো মার্কেজ।
জানা গিয়েছে, ৩ বছরের চুক্তিতে স্প্যানিশ কোচ মানোলোকে সই করাতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় দলের পাশাপাশি ২০২৪-২৫ মরশুমে এফসি গোয়ার দায়িত্বও পালন করবেন মার্কেজ। তার পরের মরশুম থেকে অবশ্য শুধু ভারতীয় দলেরই দায়িত্বে থাকবেন মার্কেজ। গোয়ার দায়িত্ব নেওয়ার আগে মার্কেজ তিন বছর হায়দরাবাদের কোচ ছিলেন। সেই সময় ২০২১-২২ মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে আইএসএলও জেতেন মার্কেজ। তাঁর কোচিংয়ে গোয়া আইএসএলে তিন নম্বরে শেষ করেছিল গোয়া। এবার ভারতীয় দলের কোচ হয়ে আশানুরূপ সাফল্য আনতে পারেন কি না সেটাই দেখার।
advertisement
advertisement
এর আগে ইগর স্টিম্যাচের ৫ বছরের কোচিংয়ে ভারত ৫৩টি ম্যাচের মধ্যে মাত্র ১৯টি ম্যাচে জয় পেয়েছিল। দু’বার সাফ কাপ জিতলেও বিশ্বকাপের কোয়ালিফায়ার থেকে বিদায় নেওয়ার ফলে চাকরি যায় ইগর স্টিম্যাচে। ইগর স্টিম্যাচের চাকরি যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। সুনীল পরবর্তী ভারতীয় ফুটবলে মানোলো মার্কেজ ভারতীয় ফুটবলকে কোন পথে নিয়ে যান সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2024 5:44 PM IST