India Cricketer Announce Retirement: ১৪ হাজার রানের মালিক! রোহিত-বিরাটের পর অবসর আরও এক ভারতীয় ক্রিকেটারের

Last Updated:

India cricketer Announce Retirement: বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর, আরও এক ভারতীয় ক্রিকেটার অবসর ঘোষণা করলেন। তিনি অধিনায়কত্ব করেছেন ভারতীয় এ দলের হয়েও।

News18
News18
বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর, আরও এক ভারতীয় ক্রিকেটার অবসর ঘোষণা করলেন। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান প্রিয়াঙ্ক পাঞ্চাল প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৫ বছর বয়সী এই ডানহাতি ওপেনার দীর্ঘ সময় ধরে গুজরাটের হয়ে খেলেছেন এবং ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত, জাতীয় দলের হয়ে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।
প্রিয়াঙ্ক ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫.১৮ গড়ে করেছেন ৮৮৫৬ রান, যার মধ্যে রয়েছে ২৯টি শতরান ও ৩৪টি অর্ধশতরান। ২০১৬-১৭ মৌসুমে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করে তিনি আলোচনায় আসেন, যেখানে তিনি একটি মৌসুমে ১৩১০ রান করে গুজরাটকে প্রথমবারের মতো রনজি শিরোপা এনে দেন।
advertisement
advertisement
তিনি ২০২১/২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে রোহিত শর্মার জায়গায় দলে অন্তর্ভুক্ত হলেও, ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর আরও কয়েকটি সিরিজে তিনি দলের সঙ্গে থাকলেও, টেস্ট অভিষেক আর হয়নি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রিয়াঙ্ক ৯৭টি ম্যাচে ৩৬৭২ রান করেন এবং টি-২০তে ৫৯ ম্যাচে করেন ১৫২২ রান। আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত এক নাম।
advertisement
প্রিয়াঙ্ক পাঞ্চাল সেইসব ঘরোয়া কিংবদন্তিদের একজন যাঁরা জাতীয় দলে সুযোগ না পেলেও মাঠে পারফরম্যান্সে ছিলেন সবসময় আলোচনায়। তার অবসর ঘরোয়া ক্রিকেটে এক বড় অধ্যায়ের সমাপ্তি টানলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India Cricketer Announce Retirement: ১৪ হাজার রানের মালিক! রোহিত-বিরাটের পর অবসর আরও এক ভারতীয় ক্রিকেটারের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement