একের পর এক ডাবল সেঞ্চুরি, বৈভবের পর আরও এক আগামীর তারকা পেয়ে গেল ভারতীয় ক্রিকেট

Last Updated:

After Vaibhav Suryavanshi Indian Cricket Got Another Batting Sensation: বৈভব সূর্যবংশীর পর আরও এক আগামীর মহাতারকা পাওয়ার পথে ভারতীয় ক্রিকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক ডাবল সেঞ্চুরি করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

News18
News18
বৈভব সূর্যবংশীর পর আরও এক আগামীর মহাতারকা পাওয়ার পথে ভারতীয় ক্রিকেট। একদিকে বৈভব যেখানে নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন, ঠিক অপর জন ঠান্ডা মাথায় বড় ইনিংস খেলায় পারদর্শী। প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক ডাবল সেঞ্চুরি করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
কর্নাটকের উদীয়মান তারকা ব্যাটার রবিচন্দ্রন স্মরণ রনজ ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে দৃষ্টিনন্দন ডাবল সেঞ্চুরি করে আবারও সকলের নজর কেড়েছেন। চলতি মরশুমে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, যা কর্নাটকের দীর্ঘদিনের ‘রান মেশিন’ ঐতিহ্যকে আরও দৃঢ় করেছে। স্মরণের অনবদ্য ব্যাটিংয়ের ওপর ভর করে কর্নাটক প্রথম ইনিংসে ৫৪৭/৮ স্কোরে ইনিংস ঘোষণা করে।
ইনিংসের শুরুটা কর্নাটকার জন্য ছিল অত্যন্ত কঠিন। মাত্র ১৩ রানে দুই উইকেট হারিয়ে দল চাপে পড়লেও উইকেটরকিপার কৃষ্ণন শ্রীজিত ও করুণ নায়ারের ৫১ রানের জুটি দলকে কিছুটা স্থিতি দেয়। শ্রীজিত আউট হওয়ার পর নায়ার ও স্মরণ চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ ১১৯ রানের জুটি গড়ে দলকে আবারও শক্ত ভিত্তি দেন। তবে ২১০ রানে পাঁচ উইকেট হারানোর পর আবারও চাপে পড়ে কর্নাটক।
advertisement
advertisement
সেই চাপ সামাল দেন স্মরণ ও শ্রেয়াস গোপাল। দুজন মিলে ষষ্ঠ উইকেটে ১৪১ রানের অসাধারণ জুটি গড়ে ম্যাচে কর্নাটককে ফিরিয়ে আনেন। গোপাল ৬২ রানে আউট হলেও স্মরণের ব্যাট থামেনি। সপ্তম উইকেটে বিদ্যাধর পাটিলের সঙ্গে ৭৬ এবং অষ্টম উইকেটে শিখর শেঠির সঙ্গে আরও ১১১ রানের জুটি দলকে পৌঁছে দেয় পাহাড়সম স্কোরে। ১৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে স্মরণ অপরাজিত ২২৭ রানে মাঠ ছাড়েন।
advertisement
মাত্র ১৩তম প্রথম শ্রেণির ম্যাচেই স্মরণের এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি। তার আগের দুটি ডাবল সেঞ্চুরি এসেছে পাঞ্জাবের বিপক্ষে ২০৩ এবং চলতি মরশুমেই কেরালার বিপক্ষে অপরাজিত ২২০ রানে। চলতি রনজি মরশুমে তিনি বর্তমানে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক—৫৯৫ রান করেছেন ১১৯ গড়ে, যা তার ধারাবাহিকতার প্রমাণ।
advertisement
আন্ডার–১৪ স্তর থেকেই কর্নাটকার হয়ে খেলা স্মরণ দ্রুতই রাজ্যের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার মোট রান এখন ১,১৭৯, গড় ৭৮.৬। চারটি সেঞ্চুরির মধ্যে তিনটিই ডাবল, যা তার বড় ইনিংস খেলার ক্ষমতাকে স্পষ্ট করে। লিস্ট–এ ক্রিকেটেও তার পারফরম্যান্স সমান উজ্জ্বল। কর্নাটক দলের ভবিষ্যৎ শক্তি হিসেবে স্মরণ ইতোমধ্যেই নিজের অবস্থান পাকা করে ফেলছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একের পর এক ডাবল সেঞ্চুরি, বৈভবের পর আরও এক আগামীর তারকা পেয়ে গেল ভারতীয় ক্রিকেট
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement