ম্যাচ খেললেও কোনও সম্মান নয়! টস শেষে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ম্যাচ শুরু হতেই নিজেদের মতো করে প্রতিবাদ শুরু করে দিল ভারতীয় দল। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা প্রতিবাদ করবেন তেমন ইঙ্গিত ছিলই। ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেননি। কিন্তু, টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই একটা ভঙ্গিতেই বুঝিয়ে দিলেন, খেলতে নামলেও কোনও ভাবেই সম্মান তাঁরা দেখাবেন না।
দুবাই: ম্যাচ শুরু হতেই নিজেদের মতো করে প্রতিবাদ শুরু করে দিল ভারতীয় দল। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা প্রতিবাদ করবেন তেমন ইঙ্গিত ছিলই। ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেননি। কিন্তু, টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই একটা ভঙ্গিতেই বুঝিয়ে দিলেন, খেলতে নামলেও কোনও ভাবেই সম্মান তাঁরা দেখাবেন না।
এইদিনের ম্যাচে টসে জেতে পাকিস্তান দল। দল টসে জেতার পরেই পাক অধিনায়ক আঘা জানান, প্রথমে ব্যাট করবেন তাঁরা। অন্যদিকে টসে হেরেও সূর্যকুমার জানান, তাঁরা জিতলেও বলই করতেন।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলা এবং তারপরে অপারেশন সিঁদুরের পরে ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান হয়েছে। আর সেই ম্যাচ ঘিরেই ছড়িয়েছে উত্তাপ। অনেক ক্রিকেটপ্রেমী এই ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন। কিন্তু, ভারতীয় বোর্ড জানিয়ে দেয় বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাঁদের।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 8:31 PM IST