Nitish Reddy Injured : শ্রেয়স আইয়ারের পর আরও এক তারকা ক্রিকেটারের চোট, ছিটকে গেলেন গোটা সিরিজ থেকেই, বড় ধাক্কা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nitish Reddy Injury- ভারত বড়সড় ধাক্কা খেল আবার! শ্রেয়স আইয়ারের পর এবার নীতিশ কুমার রেড্ডি চোটে কাবু। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি।
নয়াদিল্লি : ভারত বড়সড় ধাক্কা খেল আবার! শ্রেয়স আইয়ারের পর এবার নীতিশ কুমার রেড্ডি চোটে কাবু। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি। দলের অন্যতম বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা পাকা করেছিলেন নীতিশ। ফলে তাঁর ছিটকে যাওয়াটা বড় ধাক্কা।
তাঁর মতো ক্রিকেটারের অনুপস্থিতি ভারতীয় দলের ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে অলরাউন্ডার বিভাগের ক্ষেত্রে।বিসিসিআই জানিয়েছে, অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন বাঁ দিকের উরুর ইনজুরি থেকে সেরে ওঠার সময় রেড্ডির ঘাড়ে টান (neck spasm) ধরেছে।
সৌভাগ্যবশত, ভারতের বেঞ্চ শক্তিশালী। তাই সাময়িকভাবে এই ঘাটতি পূরণ করা সম্ভব। তবে যদি সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তাহলে শেষ দুটি ম্যাচে রেড্ডির ফেরা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। নীতিশ রেড্ডি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক করেন। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে সুযোগ পান। তবে সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা খেলোয়াড় অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডের পরই চোটের কবলে পড়েন।
advertisement
advertisement
নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দীর্ঘ সিরিজ অপেক্ষা করছে। তার আগে নীতিশ রেড্ডি ফিট হয়ে যাবেন বলে আশা করা যায়। ভারত প্রথম টি২০-তে দুজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে নেমেছে, সঙ্গে মিডিয়াম পেসার বোলিং অলরাউন্ডার শিবম দুবে আছেন। অর্শদীপ সিংকে আবারও বাদ দেওয়া হয়েছে, আর দুজন মূল পেসার হিসেবে হর্ষিত রানা ও জসপ্রিত বুমরাহকে বেছে নেওয়া হয়েছে।
advertisement
আর্শদীপকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তিনি সাধারণত টি২০ ফরম্যাটে বেশ সফল। তবে টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় পেসারের ভূমিকার জন্য হর্ষিত রানার ওপর ভরসা রেখেছে। দিল্লির এই পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন। বিশেষ করে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে চার উইকেট তুলে।
আরও পড়ুন- শামির বিকল্প পেয়ে গেল ভারতীয় ক্রিকেট! রনজিতে ১০ উইকেট নিয়ে আলোচনায় ‘নতুন পেসার’
ভারত সেপ্টেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনাল জেতার পর প্রথমবারের মতো টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। দুবাইয়ে অনুষ্ঠিত সেই বড় ফাইনালে ভারত স্পিন-নির্ভর একাদশ নামিয়েছিল, যেখানে দ্বিতীয় পেসার হিসেবে ব্যবহৃত হয়েছিলেন শিবম দুবে।
advertisement
AUS বনাম IND, প্রথম টি২০I:
অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, জশ ফিলিপ, জেভিয়ার বার্টলেট, ন্যাথান এলিস, ম্যাথিউ কুনেমান, জশ হ্যাজেলউড।
ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্ত্তী, জসপ্রীত বুমরাহ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 5:11 PM IST

