World Cup 2019: AFGvsSL: লড়াই করেও হারাল আফগানরা, ৩৪ রানে জয় শ্রীলঙ্কার

Last Updated:
#কার্ডিফ: বোলিং-এ তাক লাগালেও, ব্যাটিং বিপর্যের ফলে শ্রীলঙ্কার কাছে হারলে হল আফগানিস্তানকে৷ ৩৪ রানে জয় শ্রীলঙ্কার৷
রান আউট হলেন নাজিবুল্লাহ জদরান৷ ৮ উইকেট খুইয়ে ১৪৫ রান আফগানিস্তানের৷ সপ্তম উইকেটের পতন আফগানিস্তানের৷ প্রদীপের বলে বোল্ড রশিদ খান৷মাঠে রয়েছেন গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জদরান৷
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান আফগানিস্তানের৷ আউট হলেন মহম্মদ নবি৷ আউট হলেন হাসমাতুল্লাহ শাহিদি৷ প্রদীপের বলে ৪ রানেই আউট এই আফগান ব্যাটসম্যান৷ প্রদীপের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়লের জাজাই(৩০)৷ আফগানিস্তানের স্কোর ৪৪-৩৷ প্রথম উইকেট পড়ল আফগানিস্তানের৷ মালিঙ্গার বলে ৭ রানে আউট মহম্মদ শাহজাদ৷ শুরু আফগানিস্তানের ইনিংস৷ ২০২ রানের টার্গেট তাড়া করতে নামেছেন আফগানিস্তানের দুই অপেনিং ব্যাটসম্যান মহম্মদ শহজাদ ও হাজরতুল্লা জাজাই৷ ম্যাচে ফিরেই দাপট শুরু আফগান বোলারদের, ২০১-এ শেষ শ্রীলঙ্কার ইনিংস ৷ বৃষ্টি থামতেই শুরু ম্যাচ, ৫০-এর বদলে খেলা হবে ৪১ ওভার৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2019: AFGvsSL: লড়াই করেও হারাল আফগানরা, ৩৪ রানে জয় শ্রীলঙ্কার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement