আর দেখা যাবে না লাল বলের ক্রিকেটে! টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন তারকা স্পিনার

Last Updated:

Test Cricket: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার তিনি। তার স্পিনের ভেলকি সামলাতে হিমসিম খান বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা। এবার তিনিই নিজেকে টেস্ট ক্রিকেট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিলেন।

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার তিনি। তার স্পিনের ভেলকি সামলাতে হিমসিম খান বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা। এবার তিনিই নিজেকে টেস্ট ক্রিকেট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিলেন। কথা হচ্ছে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খানকে। আগামী দিনে লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।
বেশ কিছু সময় ধরে পিঠের ব্যথা বারবার কাবু করেছে রাশিদ খান। মাঝে মাঝেই ছিটকে গিয়েছেন ক্রিকেট থেকে। গত বছর এক দিনের বিশ্বকাপের পর পিঠে অস্ত্রোপচার হয়েছিল আফগান তারকা স্পিনারের। ৪ মাস বাইরে ছিলেন ক্রিকেট থেকে। তারপর দলে ফিরে তিন ফর্ম্যাটের ক্রিকেটই খেলছিলেন। এবার অতিরিক্ত ধকলের কথা ভেবে ও নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতেই টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিতে চলেছেন রাশিদ খান।
advertisement
Afghanistan’s captain Rashid Khan is congratulated by teammate Mohammad Ishaq, left, after dismissing Bangladesh’s Rishad Hossain during the men’s T20 World Cup cricket match between Afghanistan and Bangladesh at Arnos Vale Ground, Kingstown, Saint Vincent and the Grenadines, Monday, June 24, 2024. (AP Photo/Ricardo Mazalan)
advertisement
advertisement
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট রয়েছে আফগানিস্তানের। সেই ম্যাচের প্রাথমিক দলে নাম নেই রাশিদ খানের। আফগান বোর্ডের এক কর্তাও সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন রাশিদের টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা। তবে সাদা বলের ক্রিকেট নিয়মিত খেলবেন রাশিক খান।
advertisement
প্রসঙ্গত, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫টি টেস্ট ম্যাচ খেলে ৩৪টি উইকেট নিয়েছেন রাশিদ খান। এছাড়া ১০৩টি একদিনের ম্যাচে ১৮৩টি উইকেট রয়েছে রাশিদের ঝুলিতে। টি-২০ ক্রিকেটে ‘খান সাহেবের’ শিকার ৯৩টি ম্যাচে ১৫২টি উইকেট। এছাড়া আইপিএলে এখনও পর্যন্ত ১২১টি ম্যাচ খেলে ১৪৯টি উইকেট নিয়েছেন রাশিদ খান।
বাংলা খবর/ খবর/খেলা/
আর দেখা যাবে না লাল বলের ক্রিকেটে! টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন তারকা স্পিনার
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement