বাংলার ভারোত্তলক অচিন্ত্য শিউলির বড় সাফল্য, জাতীয় ওয়েটলিফটিং-এ পদক জয়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Weighlifting- কঠিন সময় কাটিয়ে আবারও সাফল্য। এবার ন্যাশনাল গেমসে রূপে জয় করলেন ওয়েটলিফটার অচিন্ত্য শিউলি।
হাওড়া: আবার বড়সড় সাফল্য পেলেন অচিন্ত্য শিউলি এবার জাতীয় ওয়েটলিফটিং প্রতিযোগিতায় পদক জয়। উত্তরখান্ডে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে এই সফলতা।
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। আগামী মে মাসে রয়েছে নির্বাচনের টায়াল। এই সাফল্য মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখছে অচিন্ত্যকে।
আরও পড়ুন- সৌরভের বায়োপিকে ‘ডোনা’ কে? জুলাই থেকে শুটিং, শোনা যাচ্ছে ‘হিট’ অভিনেত্রীর নাম
কমনওয়েলথ গেমসে সোনা জয় করে দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন লড়াকু অ্যাথলিট হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল অচিন্ত্যর। প্রত্যন্ত গ্রামে থেকে অভাব অনটনের বেড়াজাল ছিন্ন করে উত্থান তাঁর। কীভাবে লড়াই করে সফলতার শিকড়ে পৌঁছনো যায়, সেই পথ দেখান অচিন্ত্য।
advertisement
advertisement
সোনা জয়ের দেড়- দু’বছরের মধ্যে দুঃসংবাদ। ক্যাম্পের নিয়ম ভঙ্গের অভিযোগে জাতীয় ক্যাম্প থেকে বহিষ্কার হতে হয় তাঁকে। ক্যাম্প থেকে ফিরে কঠোর অনুশীলন করেন বাড়িতে থেকে। নিজের গ্রামেই অনুশীলন করে দীর্ঘ লড়াই শেষে জাতীয় স্তরে সফলতা মেলে কয়েকমাস আগে। এবার ন্যাশনাল গেমসে রুপো জয়। অল্পের জন্য হাত ছাড়া হয় সোনা। স্ন্যাচ ১৪২ কেজি ও জার্ক ১৭১ কেজি। ৮১ কেজি বিভাগে অংশগ্রহণ করেন অচিন্ত্য।
advertisement
আরও পড়ুন- শেষ লগ্নে হাল ফেরাতে ইস্টবেঙ্গলে সই ‘মেসি’-র! ফিরবে লাল-হলুদের সোনালী দিন?
মে মাসে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ-এর টায়ালে নির্বাচিত হলে অক্টোবরে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ।
রাকেশ মাইতি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 8:19 PM IST