ট্যুইট করে এবার বিতর্কে বিন্দ্রা

দেশের ‘সিস্টেম’কেই দায়ী করলেন শ্যুটার অভিনব বিন্দ্রা ৷

  • Last Updated :
  • Share this:

    #রিও দি জেনেইরো:  রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের ভরাডুবি অব্যাহত ৷ প্রতিদিনই বিভিন্ন ইভেন্ট থেকে একের পর এক ভারতীয় অ্যাথলিট বিদায় নিচ্ছেন ৷ ক্রমশই শেষ হয়ে যাচ্ছে পদক জয়ের আশা ৷ এর জন্য অবশ্য দেশের ‘সিস্টেম’কেই দায়ী করলেন শ্যুটার অভিনব বিন্দ্রা ৷ রিওর মার্চপাস্টে এবার ভারতের পতাকাবাহক অভিনব বিন্দ্রার একটি ট্যুইটই নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ৷

    ট্যুইটে বিন্দ্রা লিখেছেন, ‘‘ এক একটি পদকের জন্য গ্রেট ব্রিটেন খরচ করে ৫৫ লক্ষ পাউন্ড ৷ এই পরিমাণ বিনিয়োগ দরকার ৷ দেশের পরিকাঠামোর এই পরিমাণ উন্নতি সাধন না হওয়া অবধি এর চেয়ে বেশি ভাল ফল না আশা করাই ভাল ৷ ’’

    বিন্দ্রার এই টুইটের পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বিন্দ্রাকে সমর্থন করলেও অনেকেই প্রশ্ন তোলেন ফিজি, কেনিয়া, ইথিওপিয়ার মতো অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দেশগুলো কি পদক পিছু ৫৫ লক্ষ পাউন্ড  খরচ করছে ? এখনও পর্যন্ত এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি বিন্দ্রা ৷ আসলে ভারতীয় অ্যাথলিটরা যে এবার রিওতে চূড়ান্ত হতাশ করেছেন, তা এক কথায় সকলের মেনে নেওয়াই উচিৎ বলে মত বিশেষজ্ঞদের ৷ বাক্যবাণ বা ট্যুইটে অযথা এই নিয়ে বিতর্ক না বাড়িয়ে আগামী অলিম্পিকে কীভাবে ভাল ফল করা যায়, সেটাই ভারতীয় অলিম্পিক সংস্থা এবং অ্যাথলিটদের ভাবার সময় হয়তো এসেছে ৷

    First published:

    Tags: Abhinav Bindra, Indian Shooter, Olympics, Rio 2016, Rio Olympics, Rio Olympics 2016, Tweet, অভিনব বিন্দ্রা