ট্যুইট করে এবার বিতর্কে বিন্দ্রা

Last Updated:

দেশের ‘সিস্টেম’কেই দায়ী করলেন শ্যুটার অভিনব বিন্দ্রা ৷

#রিও দি জেনেইরো:  রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের ভরাডুবি অব্যাহত ৷ প্রতিদিনই বিভিন্ন ইভেন্ট থেকে একের পর এক ভারতীয় অ্যাথলিট বিদায় নিচ্ছেন ৷ ক্রমশই শেষ হয়ে যাচ্ছে পদক জয়ের আশা ৷ এর জন্য অবশ্য দেশের ‘সিস্টেম’কেই দায়ী করলেন শ্যুটার অভিনব বিন্দ্রা ৷ রিওর মার্চপাস্টে এবার ভারতের পতাকাবাহক অভিনব বিন্দ্রার একটি ট্যুইটই নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ৷
ট্যুইটে বিন্দ্রা লিখেছেন, ‘‘ এক একটি পদকের জন্য গ্রেট ব্রিটেন খরচ করে ৫৫ লক্ষ পাউন্ড ৷ এই পরিমাণ বিনিয়োগ দরকার ৷ দেশের পরিকাঠামোর এই পরিমাণ উন্নতি সাধন না হওয়া অবধি এর চেয়ে বেশি ভাল ফল না আশা করাই ভাল ৷ ’’
advertisement
advertisement
বিন্দ্রার এই টুইটের পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বিন্দ্রাকে সমর্থন করলেও অনেকেই প্রশ্ন তোলেন ফিজি, কেনিয়া, ইথিওপিয়ার মতো অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দেশগুলো কি পদক পিছু ৫৫ লক্ষ পাউন্ড  খরচ করছে ? এখনও পর্যন্ত এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি বিন্দ্রা ৷ আসলে ভারতীয় অ্যাথলিটরা যে এবার রিওতে চূড়ান্ত হতাশ করেছেন, তা এক কথায় সকলের মেনে নেওয়াই উচিৎ বলে মত বিশেষজ্ঞদের ৷ বাক্যবাণ বা ট্যুইটে অযথা এই নিয়ে বিতর্ক না বাড়িয়ে আগামী অলিম্পিকে কীভাবে ভাল ফল করা যায়, সেটাই ভারতীয় অলিম্পিক সংস্থা এবং অ্যাথলিটদের ভাবার সময় হয়তো এসেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ট্যুইট করে এবার বিতর্কে বিন্দ্রা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement