বিশ্ব ক্রিকেটকে বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স

Last Updated:

বুধবার হঠাৎই বিশ্বক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবি ডিভিলিয়ার্স ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবিডি ৷

#প্রিটোরিয়া: বুধবার হঠাৎই বিশ্বক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবি ডিভিলিয়ার্স ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবিডি ৷
পাশাপাশি প্রোটিয়া এই তারকা ক্রিকেটার জানিয়েছেন আর একটিও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে আর খেলতে দেখা যাবে না ৷ নিজের অবসর ঘোষণার টুইটের প্রথমেই তিনি লিখেছেন ,‘‘আজ আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি ৷ ’’
নিজের টুইটে আরও লিখেছেন , ‘‘ প্রিটোরিয়ার হাইপারফরম্যান্স সেন্টার, যেখানে ১৪ মরশুম আগে আমি এসেছিলাম একজন নার্ভাস তরুণ হিসেবে ৷ সে সময়ে আমি প্রথমবার দক্ষিণ আফ্রিকা দলে খেলার জন্য ডাক পেয়েছিলাম ৷ আজও আমি সেই একই জায়গায় আমি আপনাদের জানাতে চাই আমি সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি, এবং তা আজ থেকেই কার্যকর হবে ৷ ১১৪ টি টেস্ট ম্যাচ, ২২৮ টি একদিনের ম্যাচ, ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি , এবার অন্যদের সুযোগ দেওয়ার সময় এসেছে ৷ সত্যি কথা আমার সময় শেষ , আমি ক্লান্ত ৷ এটা একটা শক্ত সিদ্ধান্ত ৷ আমি একটা ভালো মানের ক্রিকেট খেলতে পারছি এই অবস্থায় সরে দাঁড়ানোর বিষয়ে অনেক ভেবে কঠিন সিদ্ধান্তটা নিয়েছি ৷ ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ সিরিজের পরে এটা সঠিক সময় যখন আমি সরে দাঁড়াতে পারি ৷ প্রোটিয়া ব্রিগেডের হয়ে কোন ধরণের ক্রিকেটটা খেলবে সে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা বিষয় নয় ৷ আমার কাছে সবুজ ও সোনালি হয় আছে নয় নেই ৷ আমি আমার সতীর্থ, কোচ, স্টাফ, ক্রিকেট সাউথ আফ্রিকা সকলের কাছেই কৃতজ্ঞ ৷ এটা অন্য কোনও জায়গা থেকে রোজগারের বিষয় নয়, এটা এক জায়গা থেকে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর অন্য জায়গা থেকে গ্যাস ভরে নেওয়া ৷ সারা পৃথিবীর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ফ্যানদের ধন্যবাদ ৷ আমার বাইরে গিয়ে খেলারও কোনও পরিকল্পনা নেই ৷ ঘরোয়া ক্রিকেটে টাইটান্সদের হয়ে খেলতে পারি ৷ আমি ফ্যাফ ডুপ্লেসি ও প্রোটিয়াসদের সবচেয়ে বড় সমর্থক হয়ে থাকতে চাই ৷ ’’
advertisement
advertisement
ডি ভিলিয়ার্সে আত্মপ্রকাশ ২০০৪ –র ডিসেম্বরে ৷ ১১৪ টি টেস্টে ৮৭৬৫ রান করেছেন, তাঁর গড় ৫০.৬৬ ৷ তাঁর রয়েছে ২২ টি শতরান ও ৪৬ টি অর্ধশতরান ৷
News 18 Creative News 18 Creative
ওয়ানডে তে আরও দারুণ পারফরম্যান্স ৷ তাঁর ঝোলায় রয়েছে ৯৫৭৭ রান ৷ গড় ৫৩.৫০ ৷ রয়েছে ২৫ টি শতরান ও ৫৩ টি অর্ধশতরান ৷ ৭৮ টি টি-টোয়েন্টিতে তাঁর রান ১৬৭২ ৷
advertisement
তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল প্লে অফে উঠতে না পারলেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি ৷
এছাড়ও একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান, শতরান,দ্রুততম দেড়শো রানের কৃতিত্বের অধিকারী ৷ মাত্র ১৬ বলে ৫০, ৩১ বলে ১০০, এবং ৬৪ বলে ১৫০রান করেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্ব ক্রিকেটকে বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement