Indian Cricke Team: ‘দুধের ওপর থেকে মাছির মতো’- পারফরমার ক্রিকেটারকে বাদ দেওয়ায় বিসিসিআইকে তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার

Last Updated:

Indian Cricke Team: এই বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৪ বছর বয়সী উমরান মালিক তাঁর কেরিয়ারের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

উমরান মালিক বাদ Photo- AFP
উমরান মালিক বাদ Photo- AFP
নয়াদিল্লি:  নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তারপর তাঁকে জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া। এমন ধরণের অভিযোগের তির ছুঁড়লেন বিসিসিআইয়ের দিকে৷ অভিযোগ করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া৷  ভারতীয় ক্রিকেট দলে ৩ মাস আগেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফাস্ট বোলার উমরান মালিকা  কিন্তু এখন তাঁর নাম দক্ষিণ আফ্রিকা সফরের জন্যে ভাবা হয়নি।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নির্বাচিত তিনটি দলেও তার নাম নেই। এমনকি নির্বাচকরাও তাকে ভারত এ দলের যোগ্য মনে করেননি। ভারতীয় দলের প্রাক্তন টেস্ট ওপেনার এবং বর্তমান কমেন্টেটরের আকাশ চোপড়া৷ উমরানের প্রতি নির্বাচকদের উদাসীন মনোভাব দেখে অবাক হয়ে গেছেন। আকাশ চোপড়া অভিযোগ করেছেন যে উমরানকে দল থেকে এমনভাবে ছুঁড়ে দেওয়া হয়েছিল যেভাবে লোকেরা দুধ থেকে মাছি বের করে দেয়।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে  আকাশ চোপড়া এই অভিযোগ করেন৷  তাঁকে প্রশ্ন করা হয়েছিল  উমরান মালিকের কি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ হওয়া উচিত? এ বিষয়ে আকাশ বলেন, ‘‘আমার মনে হয় তাঁর নাম বিবেচনা করা উচিত। কিছুদিন আগেও আপনারা তাঁকে দলে রেখেছিলেন। আপনি তাঁকে ওয়েস্ট ইন্ডিজ বা আয়ারল্যান্ড সফরে খেলালেন। এরপর থেকে তিনি বেপাত্তা। তাঁকে দুধের ওপরের মাছির মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আপনি কাউকে একটি সুযোগ দেন এবং তারপর হঠাৎ তাঁকে গায়েব করে দেন। যা আমার মতে ঠিক নয়।’’
advertisement
জুলাইয়ে শেষ ম্যাচ খেলেছেন উমরান মালিক
এই বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৪ বছর বয়সী উমরান মালিক তাঁর কেরিয়ারের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। উমরান ১০ টি একদিনের ১৩ উইকেট নিয়েছেন এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার নামে ১১ টি উইকেট রয়েছে। উমরানকে বলা হয় ‘ভবিষ্য কা রফতার কা সওদাগর’- অর্থাৎ ‘ভবিষ্যতের গতির সওদাগর’৷  এদিকে ওয়াকিবহাল মহল এখন তাঁর পারফরম্যান্স নিয়ে বলছেন  গতি আছে কিন্তু তাঁর বলের  লাইন লেন্থও ঘোরে৷
advertisement
উমরান মালিককে ভারত ‘এ’ দলেও জায়গা দেওয়া হয়নি
আকাশ চোপড়ার মতে, ‘‘অন্তত উমরান মালিককে স্কিম অফ জিনিয়াসের মধ্যে রাখা উচিত। অবাক লাগে যখন তাঁকে ভারত এ দলেও জায়গা দেওয়া হচ্ছে না। এটা কীভাবে ঘটতে পারে যে তিন মাস আগে যে খেলোয়াড় টিম ইন্ডিয়ার অংশ ছিল সে এখন ভারত এ দলেও নেই।’’
advertisement
আকাশ বলেছেন, ‘‘যতদূর টি-টোয়েন্টি দলে যোগদানের বিষয়টি নিয়ে কথা. তাঁকে আরও ভাল পারফরম্যান্স করতে হবে।’’ তাঁর অভিষেক ওয়ানডেতে, উমরান মালিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নেন, যেখানে তাঁর অভিষেক টি-টোয়েন্টিতে  তিনি  সেই আয়ারল্যান্ডের বিপক্ষে কোনও উইকেট পাননি।
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Cricke Team: ‘দুধের ওপর থেকে মাছির মতো’- পারফরমার ক্রিকেটারকে বাদ দেওয়ায় বিসিসিআইকে তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement