'মোহনবাগান আমার মা', বাবা-মায়ের মৃত্যুর পর কাঁছাও খোলেননি, ডার্বি দেখতে হাজির প্রসেনজিৎ

Last Updated:

East Bengal vs Mohun Bagan: ইস্টবেঙ্গল ও মোহনবাগান যে ফ্যানেদের কাছে শুধু ক্লাব নয়, তার থেকে অনেক বেশি। তার প্রমাণ অতীতে অজস্রবার মিলেছে।তেমনই এক দৃশ্য দেখা গেল ডুরান্ড কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে।

News18
News18
কলকাতা: ইস্টবেঙ্গল ও মোহনবাগান যে ফ্যানেদের কাছে শুধু ক্লাব নয়, তার থেকে অনেক বেশি। তার প্রমাণ অতীতে অজস্রবার মিলেছে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাবের সাফল্যের ইতিহাস শুধু প্লেয়ারদের জন্য নয়, রয়েছে ফ্যানেদের রক্তক্ষয়ী সংগ্রাম,আবেগ-অনুভূতি, ভালবাসা, হাসি-কান্না অনেক কিছু। ক্লাব তাদের কাছে পরিবার। তেমনই এক দৃশ্য দেখা গেল ডুরান্ড কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে।
এক মাসের কম ব্যবধানে বাবা-মাকে হারিয়েও রবিবাসরীয় যুবভারতীতে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে, সমর্থন জানাতে এসেছেন এক মোহনবাগানি। এয়ারপোর্ট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তীর জীবনে এক মাসে নেমে এসেছে ঘোর অন্ধকার। মাত্র ৭ দিন আগে হারিয়েছেন বাবাকে, তার আগে এক মাসের মাথায় হারিয়েছেন মা’কে। তবে ব্যক্তিগত এই গভীর শোকও থামাতে পারেনি তাকে প্রিয় দল মোহনবাগানের খেলা দেখতে মাঠে আসা থেকে।
advertisement
কাঁছা গায়ে, চোখে জল নিয়ে আজ তিনি মাঠে হাজির আরও এক ইস্ট-মোহন মগারণের সাক্ষী হতে। কারণ মোহনবাগান তার কাছে শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়—প্রিয় ক্লাব তাঁর কাছে নিজেরই আরেক মা। বললেন, “মোহনবাগান আমার নিজের মা। আমার মাকে জেতানোর জন্যই আমি মাঠে এসেছি।”
advertisement
advertisement
প্রসেনজিতের জীবনে ফুটবল এবং মোহনবাগান এক অন্যরকম আবেগ। তিনি আরও বলেন, “কোনো ম্যাচ আমি মিস করি না। মা-বাবা যখন বেঁচে ছিলেন, বাড়ি থেকে বলে আসতাম—দলকে জেতাতে যাচ্ছি।” আজকের ম্যাচে মোহনবাগান জয় পেলে, সেই জয় তিনি উৎসর্গ করবেন তাঁর মা-বাবাকে। এই একটুখানি আনন্দেই যেন জীবনের শোক কিছুটা ম্লান করবে প্রসেনজিতের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'মোহনবাগান আমার মা', বাবা-মায়ের মৃত্যুর পর কাঁছাও খোলেননি, ডার্বি দেখতে হাজির প্রসেনজিৎ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement