'মোহনবাগান আমার মা', বাবা-মায়ের মৃত্যুর পর কাঁছাও খোলেননি, ডার্বি দেখতে হাজির প্রসেনজিৎ
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
East Bengal vs Mohun Bagan: ইস্টবেঙ্গল ও মোহনবাগান যে ফ্যানেদের কাছে শুধু ক্লাব নয়, তার থেকে অনেক বেশি। তার প্রমাণ অতীতে অজস্রবার মিলেছে।তেমনই এক দৃশ্য দেখা গেল ডুরান্ড কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে।
কলকাতা: ইস্টবেঙ্গল ও মোহনবাগান যে ফ্যানেদের কাছে শুধু ক্লাব নয়, তার থেকে অনেক বেশি। তার প্রমাণ অতীতে অজস্রবার মিলেছে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাবের সাফল্যের ইতিহাস শুধু প্লেয়ারদের জন্য নয়, রয়েছে ফ্যানেদের রক্তক্ষয়ী সংগ্রাম,আবেগ-অনুভূতি, ভালবাসা, হাসি-কান্না অনেক কিছু। ক্লাব তাদের কাছে পরিবার। তেমনই এক দৃশ্য দেখা গেল ডুরান্ড কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে।
এক মাসের কম ব্যবধানে বাবা-মাকে হারিয়েও রবিবাসরীয় যুবভারতীতে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে, সমর্থন জানাতে এসেছেন এক মোহনবাগানি। এয়ারপোর্ট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তীর জীবনে এক মাসে নেমে এসেছে ঘোর অন্ধকার। মাত্র ৭ দিন আগে হারিয়েছেন বাবাকে, তার আগে এক মাসের মাথায় হারিয়েছেন মা’কে। তবে ব্যক্তিগত এই গভীর শোকও থামাতে পারেনি তাকে প্রিয় দল মোহনবাগানের খেলা দেখতে মাঠে আসা থেকে।
advertisement
কাঁছা গায়ে, চোখে জল নিয়ে আজ তিনি মাঠে হাজির আরও এক ইস্ট-মোহন মগারণের সাক্ষী হতে। কারণ মোহনবাগান তার কাছে শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়—প্রিয় ক্লাব তাঁর কাছে নিজেরই আরেক মা। বললেন, “মোহনবাগান আমার নিজের মা। আমার মাকে জেতানোর জন্যই আমি মাঠে এসেছি।”
advertisement
advertisement
প্রসেনজিতের জীবনে ফুটবল এবং মোহনবাগান এক অন্যরকম আবেগ। তিনি আরও বলেন, “কোনো ম্যাচ আমি মিস করি না। মা-বাবা যখন বেঁচে ছিলেন, বাড়ি থেকে বলে আসতাম—দলকে জেতাতে যাচ্ছি।” আজকের ম্যাচে মোহনবাগান জয় পেলে, সেই জয় তিনি উৎসর্গ করবেন তাঁর মা-বাবাকে। এই একটুখানি আনন্দেই যেন জীবনের শোক কিছুটা ম্লান করবে প্রসেনজিতের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 6:48 PM IST