দিঘার সৈকতে জাতীয় ভলিবলের আসর, জোড়া জয়ে দুরন্ত শুরু বাংলার
- Published by:Sudip Paul
- local18
Last Updated:
Digha: পর্যটন নগরী দিঘার মোহনা সংলগ্ন সৈকতে শুরু হয়েছে ৬৯তম জাতীয় স্কুল বিচ ভলিবল প্রতিযোগিতা। স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পঙ্কজ দাশ রথী,দিঘা,পূর্ব মেদিনীপুর: পর্যটন নগরী দিঘার মোহনা সংলগ্ন সৈকতে শুরু হয়েছে ৬৯তম জাতীয় স্কুল বিচ ভলিবল প্রতিযোগিতা। স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০টি রাজ্য দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
গত ২৭শে জানুয়ারি বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল গিরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ড. মোহিত মোল্লা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের উপ-অধিকর্তা তমাল দাস মহাপাত্রসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এবারের প্রতিযোগিতায় মূল আকর্ষণ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগ। অনূর্ধ্ব-১৪ বিভাগে মোট ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘ক’-তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, গোয়া ও ঝাড়খণ্ড। গ্রুপ ‘খ’-তে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাব। অনূর্ধ্ব-১৯ বিভাগে মোট ১০টি দল অংশ নিয়েছে।
advertisement
advertisement
২৮শে জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হওয়া ম্যাচগুলিতে বাংলার মেয়েরা দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ খবর অনুযায়ী, লিগ পর্যায়ের দুটি ম্যাচেই জয় পেয়ে বাংলা দল সুবিধাজনক অবস্থানে রয়েছে। সৈকতের বালিতে টানটান উত্তেজনার এই লড়াই দেখতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 5:45 PM IST









