40 Years Anniversary of India Win 1983 World Cup: ভারতের প্রথম বিশ্বজয়ের ৪০ বছর পূর্তি, গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য ফের একজায়গায় ১৯৮৩-র নায়করা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
40 Years Anniversary of India Win 1983 World Cup:দেখতে দেখতে ৪০ বছর পার। ১৯৮৩ সালের ২৫ জুন বিশ্ব ক্রিকেটে প্রথম বার বিজয় পতাকা উড়িয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কার্যক অসাধ্য সাধন করে ৮৩-র একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রবল শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তৎকালীন টিম ইন্ডিয়া।
কলকাতা: দেখতে দেখতে ৪০ বছর পার। ১৯৮৩ সালের ২৫ জুন বিশ্ব ক্রিকেটে প্রথমবার বিজয় পতাকা উড়িয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কার্যত অসাধ্য সাধন করে ৮৩-র একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রবল শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তৎকালীন টিম ইন্ডিয়া। আগামিতে যে বিশ্ব ক্রিকেটকে এক প্রকার শাসন করবে ভারত তার ভিত ১৯৮৩-র লর্ডসে তৈরি করেছিল কপিল দেবের নেতৃত্বাধীন দল। আজ চার দশক পর ভারতের প্রথম বিশ্বজয়ের সেলিব্রেশনে মাততে তৈরি কপিল দেব, সুনীল গাভাসকর, সন্দীপ পাতিল, রজার বিনিরা।
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সুনীল গাভাসকর। যেখানে দেখা গিয়েছে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যরা সকলে এক জায়গায় হয়েছেন। কপিল দেব, রজার বিনি, কৃষ্ণামাচারি শ্রীকান্ত, মহিন্দর অমরনাথ, সৈয়দ কিরমানি, সন্দীপ পাতিল, ইয়াশপাল শর্মা রয়েছেন সকলেই। ছবিতে এবারে সামনে রয়েছেন সুনীল গাভাসকরষ ছবি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, ”৮৩-র ছেলেরা একত্রিত হয়েছেন বিশ্বকাপ জয়ের ৪০ তম বর্ষপূর্তি সেলিব্রেশন করা জন্য “।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯৮৩ বিশ্বকাপ জিততে পারে ভারত তা সেই সময় কেউই ভাবেননি। ফাইনাল টানা ২ বারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট তৃতীয় ট্রফি জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী ছিল। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই ডোবায় ক্লাইভ লয়েডের দলকে। ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে যায় ভারত। সবার ধারণা ছিল এবারও বিশ্ব চাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিস। কিন্তু সেদিন ভারতের দূর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৪০ রান করে থামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিসকে। ৪৩ রানে ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের সূচনা করেছিলেন কপিল দেবের দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 9:59 AM IST