Indian Cricketer: বড় ধাক্কা দলের কাছে! আসন্ন প্রতিযোগিতায় খেলবেন না ৩ ভারতীয় তারকা

Last Updated:

Indian Cricketer: শ্রীলঙ্কা সফরের পর বর্তমানে লম্বা ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টিম ইন্ডিয়া।

মুম্বই: শ্রীলঙ্কা সফরের পর বর্তমানে লম্বা ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টিম ইন্ডিয়া। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে সময় থাকলে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তেমনই নির্দেশ ছিল বিসিসিআইয়ের।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগ দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতী ক্রিকেটারদের। প্রথমে জানা গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিদেরও খেলতে দেখা যাবে দলীপ ট্রফিতে। যদিও পরে বোর্ডের তরফ থেকে দুই সিনিয়র ক্রিকেটারকে ছুটি দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। বিশ্রামে রাখা হয় জসপ্রীত বুমরাহকেও।
তবে এবার শুধু রোহিত-কোহলি-বুমরাহ নয় আরও ৩ ক্রিকেটারকে দেখা যাবে না আসন্ন দলীপ ট্রফিতে খেলতে। সেই ৩ ক্রিকেটারের নাম হল রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ ও উমরান মালিক। সিরাজ ও মালিক অসুস্থতার কারণে প্রতিযোগিতা থেকে না তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রবীন্দ্র জাদেজা কোন কারণে খেলবেন না তা এখনও জানা যায়নি।
advertisement
advertisement
এই ৩ ক্রিকেটার না খেলায় আপাতত ২ জনের বদলি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহম্মদ সিরাজের বদলে খেলবেন নবদীপ সাইনি। তিনিও দীর্ঘ দিন ভারতীয় দলের বাইরে। দলীপ ট্রফিতে তাঁর কাছে কামব্যাক করার লড়াই। অপরদিকে, উমরান মালিকের বদলে দলে নেওয়া হয়েছে গৌরব যাদবকে। জাদেজার বদলি ঘোষণা করা হয়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Cricketer: বড় ধাক্কা দলের কাছে! আসন্ন প্রতিযোগিতায় খেলবেন না ৩ ভারতীয় তারকা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement