১০০ বছর পর অভিনব রেকর্ডে নাম অশ্বিনের, টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ইশান্ত

Last Updated:

১০০ বছর পর প্রথম কোনও স্পিনার হিসাবে অশ্বিন ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন৷ এর আগে ১৯০৭ সালে দক্ষিণ আফ্রিকার (South Africa) স্পিনার বার্ট ভগলারের (Bert Vogler) এই নজির ছিল৷ দেখতে গেলে ঠিক ১১৩ বছর পর ফের এরকমটা করলেন কোনও স্পিনার৷

#চেন্নাই: ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে যে ইংল্যান্ড ৫৭৮ রানের পাহাড় প্রমাণ স্কোর করেছিল, তারাই দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অলআউট৷ সৌজন্যে দেশের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷ তামিলনাড়ুর ক্রিকেটার একাই তুলে নিলেন হাফ ডজন উইকেট৷
advertisement
সোমবার ভারত-ইংল্যান্ড (India vs England) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনের খেলা ছিল৷ আর এদিন সকালেই এক অনন্য রেকর্ড করলেন অশ্বিন৷ যা বিগত ১০০ বছরে দেখেনি বাইশ গজ৷ এদিন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস অশ্বিনের প্রথম বল তথা ইনিংসেরও প্রথম বলেই অজিঙ্ক রাহানের (Ajinkay Rahane) হাতে ক্যাচ আউট হয়ে যান৷ আর এই উইকেট নেওয়ার সঙ্গেই ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন অশ্বিন৷ ১০০ বছর পর প্রথম কোনও স্পিনার হিসাবে অশ্বিন ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন৷ এর আগে ১৯০৭ সালে দক্ষিণ আফ্রিকার (South Africa) স্পিনার বার্ট ভগলারের (Bert Vogler) এই নজির ছিল৷ দেখতে গেলে ঠিক ১১৩ বছর পর ফের এরকমটা করলেন কোনও স্পিনার৷
advertisement
অন্যদিকে এদিন ইশান্ত শর্মা (Ishant Sharma) ৩০০ টেস্ট উইকেটের ক্লাবে যোগ দিলেন৷ এদিন তিনে ব্যাট করতে আসা ড্যান লরেন্সকে ফেরাতেই ইশান্ত উইকেটের ট্রিপল সেঞ্চুরি করে ফেলেন৷ ভারতের ৬ নম্বর বোলার ও তৃতীয় পেসার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ইশান্তের ৩০০ উইকেট চলে এল৷ তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble, ৬১৯), কপিল দেব (Kapil Dev, ৪৩৪), হরভজন সিং (Harbhajan Singh, ৪১৭), অশ্বিন (৩৮৬), জাহির খান (Zaheer Khan, ৩১১) ও ইশান্ত (৩০০)
বাংলা খবর/ খবর/খেলা/
১০০ বছর পর অভিনব রেকর্ডে নাম অশ্বিনের, টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ইশান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement