ফেভারিট ফ্রান্সের বিরুদ্ধে আজ ‘বুড়ো’ কাহিলই ভরসা অস্ট্রেলিয়ার
Last Updated:
বছর আটত্রিশের টিম কাহিল এই বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার ট্রাম্প কার্ড।
#মস্কো: বিশ্বকাপের অন্যতম সেরা দুই তরুণ স্ট্রাইকার এই টিমে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ফ্রান্সকে ভরসা দিচ্ছে গ্রিজম্যান, এমব্যাপের ফর্ম। বছর আটত্রিশের টিম কাহিল এই বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার ট্রাম্প কার্ড।
ঘরের মাঠে একটুর জন্য ইউরো কাপ হাতছাড়া হয়েছে। ট্রফি জয়ের খিদে নিয়ে রাশিয়ায় ফরাসিরা। গ্রুপের ম্যাচে তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
advertisement
ফ্রান্স অজিদের বিরুদ্ধে আজ ৪-৩-৩ ছকে নামছে। গ্রিজম্যান, এমব্যাপে ও জিরুকে শুরু থেকে খেলিয়ে গোল তুলে নিতে চান কোচ দিদিয়ের দেশঁ। তাঁর ভরসা তিন স্ট্রাইকার গোলের মধ্যে রয়েছেন। ডিফেন্সে রাফায়েল ভারানে ছাড়া ভার নেওয়ার আর কেউ নেই। অন্যদিকে প্রায় প্রতিবারই শেষ মুহূর্তে কোয়ালিফার জিতে বিশ্বকাপে আসে অস্ট্রেলিয়া। রাশিয়া তাদের কাছে চতুর্থ বিশ্বকাপ। সকারুদের এবার ভরসা বুড়ো টিম কাহিল। বড় টুর্নামেন্টে কোনওদিনই দাগ কাটতে পারেনি অজিরা। ৪-২-২ ছকে প্রথম ম্যাচে নামছে অস্ট্রেলিয়া ৷ আজ তাই ফেভারিট হিসাবে শুরু করেছেন গ্রিজম্যানরাই।
Location :
First Published :
June 16, 2018 12:51 PM IST