অণ্ডাল থেকেই ডানা মেলল জুম এয়ার

Last Updated:

আট মাস বন্ধ থাকার পর ফের যাত্রী নিয়ে বিমান চলাচল শুরু হল অন্ডালে ।

#দুর্গাপুর:  আট মাস বন্ধ থাকার পর ফের যাত্রী নিয়ে বিমান চলাচল শুরু হল অন্ডালে । ২০১৬ সালের ১৫ জুন দুর্গাপুরের (অন্ডাল) কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শেষবার কোনও যাত্রীবাহী বিমান উড়েছিল । লোকসানে চলার অজুহাতে পরিষেবা বন্ধ করে দিয়েছিল এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েন্স এয়ার ।
৮ মাস পর ফের আজ বুধবার থেকে বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু হল অণ্ডাল থেকে । ৫০ আসনের জুম এয়ারের দিল্লি-কলকাতা-দুর্গাপুর-দিল্লি উড়ান শুরু হল এদিন থেকেই । রবিবার সংস্থার সিইও কৌস্তভমোহন ধর আমন্ত্রিত যাত্রীদের নিয়ে জুম এয়ারের বিমানে দুর্গাপুরে আসেন । ওইদিনই তিনি ঘোষণা করেন, ১৫ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উড়ানের যাত্রা শুরু হবে জুম এয়ারের । দিল্লি-দুর্গাপুর-কলকাতা রুটেই প্রথম বিমান পরিষেবা চালু করল জুম এয়ার ৷ ভবিষ্যতে দুর্গাপুর থেকে হায়দরাবাদ ও মুম্বই রুটেও বিমান পরিষেবা চালু করবে জুম এয়ার ।
advertisement
আজ সকাল সাড়ে দশটা নাগাদ অণ্ডালে বিমান নামার কথা থাকলেও বেলা ১২টা ২ মিনিটে রানওয়ে ছোঁয়ে জুম এয়ারের এই ৫০ আসনের বিমান । এরপর  ১টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে উড়ে যায় বিমান । এদিন দুর্গাপুর থেকে ১৯ জন যাত্রী এই বিমানে দিল্লি উড়ে যান ।
advertisement
Zoom6
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অণ্ডাল থেকেই ডানা মেলল জুম এয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement