বহরমপুরে ইফতার মাহফিলে ইউসুফ পাঠান, খেলার মাঠে চাঁদের হাট
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Yousuf Pathan- বর্তমানে দিল্লিতে সাংসদীয় অধিবেশন চলছে, সেই অধিবেশন সম্পন্ন করেই বহরমপুরে এসে পৌঁছন ইউসুফ পাঠান।
মুর্শিদাবাদ: দিল্লিতে অধিবেশনের পরই এবার বহরমপুর এলেন ইউসুফ পাঠান যোগ দিলেন ইফতার পার্টিতে। বর্তমান মাসে ইফতারের আয়োজন করা হয়ে থাকে। তাই এবার ইফতার পার্টির আয়োজন করা হল বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
বুধবার সন্ধ্যায় বহরমপুরের কুমার হোষ্টেল খেলার মাঠে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার।
আরও পড়ুন- ৩ বছরে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি..! এ কী কাণ্ড পুরুলিয়ায়! কী রয়েছে জঙ্গলমহলের অন্দরে
বর্তমানে দিল্লিতে সাংসদীয় অধিবেশন চলছে, সেই অধিবেশন সম্পন্ন করেই বহরমপুরে এসে পৌঁছন ইউসুফ পাঠান। দলীয় কর্মী ও সমর্থক-সহ সাধারণ মানুষের সঙ্গে ইফতারের অংশগ্রহণ করতে দেখা যায় তাকে।
advertisement
advertisement
অন্যদিকে, সম্প্রতি দিল্লীতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর কাছে বহরমপুরে স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করার জন্য চিঠি দিয়ে একটি প্রস্তাব দিয়েছেন। ফলে আগামী দিনে স্পোর্টস অ্যাকাডেমি তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন ইউসুফ।
ইউসুফ পাঠান জানিয়েছেন, বর্তমানে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই ইফতারে অংশগ্রহণ করা আমাদের। দলীয় কর্মী ও বিধায়কদের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠান সম্পন্ন করা হল।
advertisement
আরও পড়ুন- আবহাওয়ার খামখেয়ালীতে জেরবার দক্ষিণবঙ্গ, ইদের দিন কি দুর্যোগ বাংলায়?
বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, দিল্লিতে অধিবেশন শেষ করেই সাংসদ ইউসুফ পাঠান তিনি বহরমপুরে মানুষের কাছে এসেছেন। আগামী দিনে একাধিক উন্নয়ন-সহ বেশ কিছু বিষয় মানুষকে উপহার তুলে দেবেন তিনি।
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাবাসীকে উপহার দিচ্ছেন প্রতিনিয়ত। জাতীয় চিড়িয়াখানা তৈরির জন্য আবেদন করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে। ইতিমধ্যেই সেই জায়গা পরিদর্শন করা হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 7:21 PM IST