Jhargram News: অনাহারের আমলাশোল এখন রোজগারের খনি! হেসেখেলে ১০ হাজার টাকা রোজগার করছেন যুবক-যুবতীরা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
অনাহারের আমলাশোল এখন হয়ে উঠেছে রোজগারের খনি
ঝাড়গ্রাম: আমলাশোল কথাটা শুনলেই মনে পড়ে যায় অনাহারের মৃত্যুর ঘটনার কথা। কিন্তু রাজ্যের পালাবদলের পর ধীরে ধীরে চেহারা বদলে যায় আমলাশোলের । রাস্তাঘাট থেকে পানীয় জল, দুয়ারে রেশন সবকিছুই ব্যবস্থা রয়েছে আমলাশোল গ্রামে। পাহাড়ি এলাকা হওয়ায় বছরে কেবলমাত্র বৃষ্টির জলের উপর ভরসা করেই একবার চাষ হয়। গ্রামের মানুষজনের কর্মসংস্থানের একটা অভাব ছিল। বর্তমান সময়ে আমলাশোল গ্রামের মধ্যেই বাসিন্দাদের কর্মসংস্থানের নতুন পথ খুলে গেছে পর্যটনের হাত ধরে।
রাজ্যের পালাবদলের পর শান্তি ফিরে আসে জঙ্গলমহলে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির কাঁকড়াঝোড় ,আমলাশোল, ময়ূরঝর্ণা ,ঘাগড়া, কেতকি লেক, খাঁদারানীর লেক, লালজল গুহা, ঢাঙ্গীকুসুম ও ঢেউ খেলানও পাহাড়ের টানে পর্যটকের ঢল নামতে শুরু করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় যুবকদের কর্মসংস্থানের জন্য পর্যটনের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসনকে। সেই মত বেলপাহাড়ির আনাচে-কানাচে গড়ে ওঠে বহু হোমস্টে ও গেস্ট হাউস, বাদ পড়েনি অনাহারের আমলাশোল গ্রামও। আমলাশোলেও গড়ে উঠেছে সাত থেকে আটটি হোমস্টে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আমলাশোলে গড়ে ওঠা হোম-স্টেগুলির সিংহভাগ কলকাতা সহ বাইরের জেলার বিভিন্ন সংস্থার। কিন্তু এই হোমস্টেগুলিতেই ম্যানেজার থেকে শুরু করে রাঁধুনি, সাফাইকর্মী সবকিছু কাজের জন্যই নিযুক্ত করা হয়েছে আমলাশোলের বেকার যুবকদের। মাসে সাত থেকে ১০ হাজার টাকার মত বেতন। যার ফলে গ্রামের মধ্যে পরিবারের সঙ্গে থেকেই কাজ করতে পারছে আমলাশোলের যুবকরা। কাজের খোঁজে তাঁদের আর যেতে হচ্ছে না ভিন জেলায় বা ভিন রাজ্যে। আমলাশোল গ্রামের পেছনে রয়েছে বেলপাহাড়ির সবচেয়ে বড় পাহাড় ‘বড় পাহাড়’। সেই বড় পাহাড়ের নীচে প্রায় তিন চার বছর আগে থেকেই দু একটি হোমস্টে তৈরি হয়েছিল। বর্তমান সময়ে সেই হোমস্টের সংখ্যা দাঁড়িয়েছে সাত থেকে আটটি।
advertisement
এখানে কর্মসংস্থান হয়েছে আমলাশোল গ্রামের ৩০ থেকে ৩৫ জনের। এছাড়াও পর্যটনের ভরা মরশুমে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৬০ থেকে ৭০। সেই সময় আমলাশোল এলাকার ৬০ থেকে ৭০ জন মানুষজন কাজ পায় হোমস্টেগুলিতে। এই হোম-স্টের হাত ধরেই এলাকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিক অবস্থা সচ্ছল হচ্ছে আমলাশোলের।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 5:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: অনাহারের আমলাশোল এখন রোজগারের খনি! হেসেখেলে ১০ হাজার টাকা রোজগার করছেন যুবক-যুবতীরা