এলাকার যুবকরা মদের নেশায় আসক্ত! প্রতিবাদে রাস্তায় মহিলারা যা করলেন...চারিদিকে ছড়িয়ে বোতলের কাচ!

Last Updated:

হুগলির আরামবাগের মইগ্রামে বেআইনি মদ বিক্রির প্রতিবাদে মহিলারা টোটো ঘিরে মদের বোতল ভেঙে দেন!

+
রাস্তায়

রাস্তায় মদের বোতল ভেঙে প্রতিবাদ

হুগলি: বেআইনি মদ বিক্রির প্রতিবাদে সরব হলেন গ্রামের মহিলারা। টোটোতে মদ নিয়ে যাওয়ার সময় ঘেরাও করে বিক্ষোভের পাশাপাশি মদের বোতল রাস্তায় ফেলে ভেঙে দেন। ঘটনাটি ঘটেছে আরামবাগের মইগ্রাম এলাকায় । রাস্তায় মডের বোতল ফেলে বিক্ষোভ দেখাতে তাহাকেন এলাকার স্থানীয় মহিলারা, ঘটনায় ব্যাপক উত্তেজনা আরামবাগে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, মইগ্রাম এলাকায় স্কুলের পাশে কিছু বাড়িতে রমরমিয়ে বেআইনিভাবে মদের ব্যবসা চলছে। বারবার এবিষয়ে পুলিশ ও আবগারি দফতরে জানিয়েও কোনও কাজ হয়নি। বিক্রেতাদের এবিষয়ে প্রতিবাদ জানিয়েও সুরাহা হয়নি। মদ খেয়ে বাড়ির পুরুষরা সংসারে অশান্তি করছে বলে অভিযোগ। মদের নেশায় সর্বস্ব খোয়াচ্ছে তারা। এদিন এক বিক্রেতা টোটোয় মদ নিয়ে আসার সময় মহিলারা টোটো ঘিরে ফেলেন। তারপর মদের বোতল রাস্তায় ফেলে ভেঙে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পরে পুলিশ এক অভিযুক্তকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।
advertisement
এই বিষয়ে স্থানীয় এক মহিলা মিতা রায় বলেন, এলাকার স্থানীয় যুবকরা মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। প্রতিদিন মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা চলছে। সংসার পাতি ছেড়ে মদের নেশায় আসক্ত হয়ে পড়ছে এলাকার যুবক থেকে কিশোররা। আর এলাকার কিছু স্থানীয় মানুষদের মদতে বেআইনি মদের ব্যবসা ডমরো নিয়ে চলছে এলাকায়। স্থানীয় মানুষটা প্রশাসনের উচ্চতর পর্যায়ে জানিয়েও সেভাবে কোন লাভ হয়নি বলে একেবারে প্রতিবাদে মদের বোতল রাস্তায় ভেঙে প্রতিবাদ জানায়।
advertisement
পুলিশ সূত্রে খবর, ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। উত্তেজনায় শান্ত করতে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এলাকার যুবকরা মদের নেশায় আসক্ত! প্রতিবাদে রাস্তায় মহিলারা যা করলেন...চারিদিকে ছড়িয়ে বোতলের কাচ!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement