বিয়ের প্রস্তাব দিয়ে পাচার করার চেষ্টা যুবকের, আটক অভিযুক্ত
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার সকালে গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশনে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ওই মহিলা সহ পীযূষকে আটক করে পুলিশকে খবর দেয়।
#গাইঘাটা: নারি পাচারকারী সন্ধেহে সন্দেহজনক ব্যক্তিকে পুলেশের হাতে তুলে দিল সেচ্ছাসেবী সংস্থা ৷ নারিপাচারকারী সন্ধেহে এক মহিলা ও এক সন্দেহভাজন ব্যক্তিকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। অভিযুক্তের নাম পীযূষ পাল। সোদপুর ঘোলার বাসিন্দা।
মঙ্গলবার সকালে গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশনে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ওই মহিলা সহ পীযূষকে আটক করে পুলিশকে খবর দেয়।
সূত্রের খবর, সোমবার ওই মেয়েটির সঙ্গে শিয়ালদহ স্টেশনে পীযুষের পরিচয় হয়। তারপরে তাকে পীযূষ বিয়ের নাম করে ঠাকুরনগর এলাকায় নিয়ে যায় । তাদের হাবভাব চলন দেখে সন্দেহ হয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের। তখন তারা তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে ।
advertisement
advertisement
প্রথমে মেয়েটির তাদের কিছু বলতে চাইনি, পরে মেয়েটিকে তাদের পরিচয় দিয়ে আশ্বস্ত করাতে সে সমস্ত কথা জানিয়ে দেয় । মেয়েটি জানায়, সে এই ছেলেটিকে চেনে না। তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে চলে এসেছে। এবং তাকে বিয়ে করবে বলেছিল। যদিও ছেলেটি প্রথমে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিল। কথায় অসঙ্গতি দেখে পুলিশকে জানায় স্বেচ্ছাসেবী সংস্থা। ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ, তাদের উদ্ধার করে নিয়ে আসে থানায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2020 5:23 PM IST