বচসার জেরে দাদাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাই
Last Updated:
শনিবার সকালে মঙ্গলকোটের লক্ষ্মীপুর গ্রামের নতুনপাড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
#মঙ্গলকোট: ভাইয়ের হাতে দাদা খুন। গরু তোলাকে কেন্দ্র করে দাদাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সকালে মঙ্গলকোটের লক্ষ্মীপুর গ্রামের নতুনপাড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গরু তোলাকে কেন্দ্র করে সকালে দাদা দেবব্রত মণ্ডলের (৫৮) সঙ্গে ভাইয়ের বচসা শুরু হয়। আচমকা ভাই মলয় মণ্ডল বাঁশ দিয়ে দাদাকে এলোপাথাড়ি মারতে থাকে। দেবব্রতকে বাঁচাতে গিয়ে ছেলে সন্তোষ মণ্ডল, স্ত্রী ছায়া মণ্ডলও জখম হয়।
হাসপাতালে নিয়ে আসার সময় দেবব্রত মণ্ডলের মৃত্যু হয়। অভিযুক্ত ভাই মলয় মণ্ডল-সহ তার দুই ছেলে সৌমেন ও সৌমজিৎ মণ্ডল এলাকা ছাড়া। মঙ্গলকোটের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2019 2:42 PM IST