South 24 Pargana: ২ দিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ, পাশে ছড়িয়ে মদের বোতল! মহেশতলায় শিউরে ওঠার মতো ঘটনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
South 24 Pargana: ২ দিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে যুবকের দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়।
দক্ষিণ ২৪ পরগনা: ২ দিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে যুবকের দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মাঠে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দেহের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মদের বোতল ও গ্লাস। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বাটানগর পুরাতন জনতা রেস্টুরেন্টের মাঠে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই দেহর পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
advertisement
ভিড় জমাতে থাকে সাধারণ বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে জানান ওই যুবককে ।
আরও পড়ুন: শনিবার, রবিবার নাকি…কবে নখ কাটছেন? এইদিন কাটলে হাতে আসবে টাকা! ভুলেও কাটবেন না কোনদিন, জেনে নিন
advertisement
মৃত যুবকের নাম সায়ন বিশ্বাস বয়স ২৬ বাড়ি মহেশতলা বাটানগর মল্লিক বাজার নতুন পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২দিন আগে বাড়ি থেকে বার হয়েছিল আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ২দিন পর মাঠ থেকে উদ্ধার হল তার দেহ। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নতদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2025 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Pargana: ২ দিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ, পাশে ছড়িয়ে মদের বোতল! মহেশতলায় শিউরে ওঠার মতো ঘটনা