বিরল প্রতিভা ! রবি ঠাকুর থেকে মোদি সকলের ছবি ভুট্টার দানার ওপর আঁকলেন এই যুবক !

Last Updated:

ভুট্টাদানার উপর মাত্র ১৫ মিনিটে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথের ছবি।

#মেদিনীপুর: গ্রামীণ শিক্ষকের কাছে হাতে খড়ি তার পর রড় হয়ে ওঠা। এখন সে গ্রামের অঙ্কের শিক্ষক বিমান আদক। এবার ভুট্টা দানার উপর ফুটিয়ে তুলতে চায়, রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধান মন্ত্রীর ছবি। কখনও এঁকেছেন রবীন্দ্রনাথ,গান্ধিজি, ক্ষুদিরাম,কিশোর কুমারের ছবি। ছোট্ট ভুট্টাদানার মধ্যে ছবি ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন । দাসপুর থানার নাড়াজোলের বাসিন্দা বছর ৩৫-এর বিমান আদক পেশা ও নেশায় চিত্র শিল্পী। কিন্তু সেভাবে কোনও নাম করা আর্ট কলেজের ডিগ্রি নেই তার। ছেলেবেলা থেকেই ছবি আঁকায় সখ, কিন্তু পরিবার পারেনি দামী স্কুলে ভর্তি করাতে।
বর্তমানে পাঁশকুড়া বনমালী কলেজ থেকে বি.পি.এড করলেও মন ছবির দিকে। তারই মাঝে আনন্দপুরের এক গৃহ শিক্ষকের কাছে আঁকার তালিম। কবিগুরুর ভক্ত বিমানবাবু ২২শ্রাবণ কবির প্রয়াণদিবসে কবিকে শ্রদ্ধা জানাতে ক্ষুদ্র ভুট্টাদানার উপর মাত্র ১৫ মিনিটে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথের ছবি। বিমান বাবু বলেন "আমি সেভাবে মাইক্রো আর্ট শিখিনি, নেই কোনও যন্ত্রপাতিও। নিজের তুলিতেই আতসকাঁচ লাগিয়ে এঁকে ফেললাম রবীন্দ্রনাথ। পরে গান্ধীজি, ক্ষুদিরাম সাথে আমার প্রিয় কণ্ঠ শিল্পী কিশোকুমারেরও ছবি এঁকেছি।"আমাদের দেশ ও রাজ্যে দুই জনদরদি নেতা নেত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দোপাধ্যায় বহু জনকল্যানমূলক কর্মসূচি গ্রহণ করেছেন বলে মনে করেন তিনি। এই ভুট্টা দানায় তাঁদের ছবি এঁকে তাঁদের শ্রদ্ধা জানাতে চান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিরল প্রতিভা ! রবি ঠাকুর থেকে মোদি সকলের ছবি ভুট্টার দানার ওপর আঁকলেন এই যুবক !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement