Murshidabad News: আগুন দিলেও কেন ফাটল না চকলেট বোম? দেখতে গিয়েই ফরাক্কায় যুবকের মর্মান্তিক পরিণতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই যুবকরা নিষিদ্ধ চকলেট বোম ফাটাচ্ছিলেন৷ কিন্তু একটি বোমের সলতেতে আগুন দিলেও সেটি প্রথমে ফাটেনি৷
#ফরাক্কা: কালীপুজোতে শব্দবাজি ফাটানোর সময় বড়সড় বিপত্তি। মর্মান্তিক পরিণতিতে প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার রাতে ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার আকুরা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম পল্লব সরকার(৩২)। তাঁর বাড়ি ফারাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। পেশায় রং মিস্ত্রি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার রাতে সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার মধ্যবর্তী স্থান আকুরা সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে কালিপুজোর বাজি ফাটাতে মত্ত ছিলেন স্থানীয় বেশ কয়েকজন যুবক।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই যুবকরা নিষিদ্ধ চকলেট বোম ফাটাচ্ছিলেন৷ কিন্তু একটি বোমের সলতেতে আগুন দিলেও সেটি প্রথমে ফাটেনি৷ কেন বাজি ফাটল না, এগিয়ে গিয়ে তা দেখতে যান পল্লব৷ তখনই আচমকা বোমাটি ফেটে যায়৷ বাজির আগুনে গলায় গুরুতর আঘাত লাগে পল্লবের৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে সামশেরগঞ্জের তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এত কড়া নজরদারি সত্ত্বেও কীভাবে ওই যুবকদের হাতে শব্দবাজি এলো, তা নিয়েও প্রশ্ন উঠছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 11:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: আগুন দিলেও কেন ফাটল না চকলেট বোম? দেখতে গিয়েই ফরাক্কায় যুবকের মর্মান্তিক পরিণতি