ফেসবুকে করোনা নিয়ে মিথ্য প্রচার ও গুজব ছড়িয়ে গ্রেপ্তার বালির যুবক
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
এমবিএ পাস করা বালির যুবক জ্যোতির্ময় শিভম প্রতিহার |
#বালি: করোনা ভাইরাস নিয়ে মিথ্যে প্রচার করে এবার পুলিশের জালে যুবক | এমবিএ পাস করা বালির যুবক জ্যোতির্ময় শিভম প্রতিহার | চলতি মাসের ৬ তারিখ নিজের সোশ্যাল মিডিয়া পেজে করোনা ভাইরাস নিয়ে মিথ্যে প্রচার বা গুজব ছড়ায় সে | ‘বালি-বেলুড় এলাকায় বহু লোক আক্রান্ত হয়েছেন, এমনকি সেই তথ্য সরকার লোকানোর চেষ্টা চালাচ্ছে |’ এই পোস্ট ঘিরে এলাকায় শুরু হয় চাঞ্চল্য, আতঙ্ক গ্রাস করে সাধারণ মানুষের মধ্যে |
লিখিত অভিযোগ জমা না পড়লেও সোশ্যাল মিডিয়া পেজের ওপর নজরদারি চালিয়ে এই অভিযুক্ত যুবকের পরিচয় খোঁজা শুরু করে পুলিশ | সোশ্যাল মিডিয়ার আইপি অ্যাড্রেস খুঁজে যুবকের হদিশ পায় পুলিশ| এরপর নিশ্চিন্দা থানার পুলিশ বালি এলাকা থেকে যুবককে আটক করে৷ পরে জিজ্ঞাসাবাদের পর যুবক নিঃশর্তে ক্ষমা চায় থানায়৷ এর পাশাপাশি এই ধরণের কোনও গুজব আর ছড়াবে না বলে মুচলেকা দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে সবার কাছে মিথ্যে গুজব ছড়ানোর জন্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে লিখিত বয়ান পোস্ট করে৷ এছাড়া ভিডিও করে পোস্ট করে পুরো বিষয়টি৷ তারপর সে মুক্তি পায় |
advertisement
পাশাপাশি আগের বিভ্রান্তিমূলক পোস্টটি মুছেও দেয় সে | পুলিশ জানায়, ভুল স্বীকার করে অভিযুক্ত ক্ষমা চেয়েছে আমাদের কাছে, মুচলেকাও দিয়েছে৷ তাই শিক্ষিত যুবকের ভবিষ্যতের কথা চিন্তা করেই তার বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা রুজু করা হয়নি৷ তবে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো নিয়ে সজাগ রয়েছে পুলিশ৷ সেই কারণেই সোশ্যাল মেডিয়াগুলিতেও নজরদারি চালানো হচ্ছে |
advertisement
advertisement
Debasish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2020 8:12 PM IST