Birbhum News: আর ছুটতে হবে না রাজস্থান, এবার বীরভূম গেলেই দেখা মিলবে উটের! কারণটা কী? উপচে পড়ছে মানুষের ভিড়
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: আর যেতে হবে না রাজস্থান এবার বীরভূম এলেই দেখা মিলবে উটের? বীরভূমের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন থেকে আহমদপুর যাওয়ার রাস্তায় এই উটটিকে দেখতে পায় সকলে। আর এই উট দেখতে ভিড় জমায় কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা।
বীরভূম: ঠিক যেমন শীতের দাপটে কেঁপেছিল বীরভূম। এবার ঠিক তেমনি গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল হয়ে উঠবে বীরভূমবাসী। মার্চ মাসেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছিল এই বছর তাপমাত্রা পেরোবে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর ঠিক সেই মতই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তীব্র দাবদাহ এবং উষ্ণ গরম হাওয়ায় নাজেহাল সকলে। রাত্রি এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা যত গড়াচ্ছে তাপমাত্রা তত বেশি বৃদ্ধি পাচ্ছে।
কথাতেই রয়েছে ‘গরম এতই বেড়েছে উট ছুটছে সর্বত্র’। তবে সাধারণত উট রাজস্থানের মরীচিকাতে দেখা যায়। তবে মরীচিকা নয় বীরভূমের তীব্র গরমে এক টুকরো যেন রাজস্থানের ঝলক মিলল। কেউ যদি ইচ্ছে প্রকাশ করছেন তাহলে মিলছে উটের সাওয়ারি। ঠিক যেমনটা মেলে মরুভূমির রাজস্থানে। বীরভূমের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন থেকে আহমদপুর যাওয়ার রাস্তায় এই উটটিকে দেখতে পায় সকলে। আর এই উট দেখতে ভিড় জমায় কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা।
advertisement
advertisement
advertisement
বীরভূমের বোলপুরে উট আসা মাত্র শুরু হয় হুড়োহুড়ি। উট দেখে বেজায় খুশি স্থানীয়রা। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। লম্বা লাইন দিয়ে চলছে নিজস্বী তোলা। প্রবীণদের অনেকের স্মৃতি ফিরে আসছে উট দেখে। তবে এ সব কথায় পাত্তা দিতে নারাজ অল্পবয়সীরা। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা ঠাট্টার সুরে বলছেন, উটের সঙ্গে ছবি তুলে গরমের সব কষ্ট ভুলে থাকা যাবে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2024 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আর ছুটতে হবে না রাজস্থান, এবার বীরভূম গেলেই দেখা মিলবে উটের! কারণটা কী? উপচে পড়ছে মানুষের ভিড়