Pet Dog Training Tips: ডগ স্কোয়াডের কুকুরের মত আপনার পোষ্যকেও দিতে পারেন প্রশিক্ষণ, জানুন কীভাবে?

Last Updated:

Pet Dog Training Tips: ডগ স্কোয়াডের অত কঠিন ট্রেনিং না থাকলেও, নানা ছোট ছোট প্রশিক্ষণ এর মধ্যে দিয়েই আপনার বাড়ির পোষ্য হয়ে উঠতে পারে অনেকটাই স্মার্ট।

+
পোষ্য

পোষ্য কুকুর

উত্তর ২৪ পরগনা: বিভিন্ন অভিযানে বা আমাদের চারপাশে নিরাপত্তা দেওয়ার জন্য বহু সময় স্টেশনে, জনবহুল এলাকায় পুলিশের সঙ্গী হিসেবে দেখা যায় বিশেষ এই স্মার্ট বাহিনীকে। আমরা তাদের জানি ডগ স্কোয়াড বলে। গুরুত্বপূর্ণ অভিযানে তাদের দক্ষতা এবং পারফরমেন্স রীতিমতো প্রশংসার দাবি রাখে। তবে এক্ষেত্রে কুকুরকে দক্ষ করে তোলার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে ট্রেনারের।
কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েই এই প্রশিক্ষণ মেলে তাদের। ডগ স্কোয়াডের বিশেষ এই বাহিনীর কাজ মূলত গন্ধ শুঁকে বোমা বা মাদকদ্রব্য শনাক্ত করা। জন্মগতভাবেই এ ক্ষমতা সব কুকুরের মধ্যেই থেকে থাকে। তবে তারমধ্যে বিশেষ কয়েকটি জাত অর্থাৎ ল্যাব্রাডর, জার্মান শেফার্ড এ ধরনের পোষ্যকে ট্রেনিং দিলে সহজেই এরা নানা আদব-কায়দা রপ্ত করতে পারে।
advertisement
advertisement
পুলিশদের সঙ্গে থাকা বিশেষ এই ডগ স্কোয়াডের ট্রেনিংপ্রাপ্ত কুকুরদের দেখলে আমরা অনেকেই মনে করি আমাদের পোষ্যকেও যদি এমন প্রশিক্ষণ দেওয়া যায়। সেক্ষেত্রে বাড়িতে অতিথি আসলে হ্যান্ডশেক, বসা, দাঁড়ানো, এক কথায় বাধ্য হতে শেখা এবং টয়লেট ট্রেনিংও দেওয়া যায়। ৫ থেকে ৬ মাস বয়সের সময় থেকে ধীরে ধীরে এদের সঙ্গে বন্ধুর মতো করে মিশে ছোটখাটো কিছু কৌশলের মধ্যে দিয়ে ট্রেনিং শুরু করানো যেতে পারে।
advertisement
প্রথম অবস্থাতে প্রতিদিন কিছু লুকোচুরি খেলা খেলতে হয় তাদের সঙ্গে। খাবার লুকিয়ে গন্ধ শুঁকে বের করার মধ্যে দিয়ে মানুষের ছোঁয়া জিনিসের গন্ধ শুঁকে খুঁজে বার করারও ট্রেনিং দেওয়া যায় বাড়ির পোষ্য কুকুরদের। ফলে ধীরে ধীরে সে মানুষটাকেও খুঁজে বার করতে পারে। তবে ডগ স্কোয়াড এর অত কঠিন ট্রেনিং না থাকলেও, নানা ছোট ছোট প্রশিক্ষণ এর মধ্যে দিয়েই আপনার বাড়ির পোষ্য হয়ে উঠতে পারে অনেকটাই স্মার্ট।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pet Dog Training Tips: ডগ স্কোয়াডের কুকুরের মত আপনার পোষ্যকেও দিতে পারেন প্রশিক্ষণ, জানুন কীভাবে?
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement