World Environment Day: বিশ্ব পরিবেশ দিবসে এগিয়ে এল বিএসএফ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
World Environment Day: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন প্রায় ৫০০ থেকে ৬০০ চারা গাছ সাধারণ মানুষকে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে
নদিয়া: বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল। এই উপলক্ষে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত কাদিপুর বিওপিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষজন। পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে সেই পরিস্থিতিতে বিএসএফের বিশ্ব পরিবেশ দিবস পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে I
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন প্রায় ৫০০ থেকে ৬০০ চারা গাছ সাধারণ মানুষকে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি কাদিপুর বিওপির সীমান্তে চারাগাছ রোপন করা হয়। এদিন সকাল থেকেই বিএসএফের আধিকারিক থেকে শুরু করে সৈনিকরা উপস্থিত ছিলেনI প্রায় ৫০ থেকে ৬০ জন বিএসএফের আধিকারিক সহ সৈনিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানেI পাশাপাশি এলাকার মহিলা থেকে শুরু করে বাচ্চারাও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন।
advertisement
advertisement
বাচ্চারা চারা গাছ রোপণ করে খুব খুশি হয়েছে। এই অনুষ্ঠান সকাল ১১ টা থেকে শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত চলে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছেI
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2024 9:10 PM IST