World Books Day: ২৩শে এপ্রিল, বিশ্ব বই দিবস, বইমুখী করতে ই-লাইব্রেরিই ভরসা...

Last Updated:

World Books Day: কলেজে পাঠরত পড়ুয়ারা জানিয়েছেন, কলেজের এই উদ্যোগে তাঁরা খুশি।

 #কান্দি: আমরা যারা গত শতকে জন্মেছি তাদের একটা শৈশব ছিল। লোডশেডিং এর সন্ধে কিংবা বৃষ্টির বিকেল বাড়ির বড় কোনো সদস্যকে ঘিরে ধরে গল্পের আসর বসত। যেখানে শৈশব তার কল্পলোকের জাল বুনতে বুনতে পক্ষীরাজ ঘোড়ায় চেপে পাড়ি দিত সাত সমুদ্র তেরো নদীর পারে। জন্ম দিনে বা কোনো শুভ মূহুর্তে বড়োদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া যেত বই। সে যেন এক আশ্চর্য দুনিয়া। যেন খুল যা সিম সিম বলার অপেক্ষা। বইয়ের পাতা ওলটানোর সঙ্গে সঙ্গে খুলে যাবে জ্ঞান ভাণ্ডারের দরজা। কুড়িয়ে নেব মণিমুক্তো।
কিন্তু সেই কল্পলোক আজ যেন দুয়োরানি। গত শতকের শেষে ইন্টারনেট আর যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে যখন পৃথিবী বন্দি হল হাতের মুঠোয়, তখন যেন বড়রাও উপহার দিতে ভুলে গেলেন বই! সেই সব মামা কাকা জেঠু কিংবা দাদুর দল মরণ কাঠির ছোঁয়ায় ঘুমিয়ে পড়লেন নেট রাক্ষসের প্রাসাদে। বাচ্চার বায়না আর ঝক্কি থামাতে মা বাবা হাতে তুলে দিলেন মোবাইল। জ্ঞানের সমুদ্রে সাঁতার দিতে বই নয় ইন্টারনেটই হল একমাত্র ভরসা। একটা প্রজন্ম যেন ভুলল বই পড়তে।
advertisement
advertisement
টনক নড়ল ইউনেস্কোর। এই প্রজন্মকে বইমুখী করতে ২৩শে এপ্রিল দিনটিকে বিশ্ব বই দিবস বা world book and copy right day হিসেবে ধার্য করা হল। ১৯৯৫ সাল থেকে পালিত হয়ে আসছে দিনটি। মূলত পাঠক ও লেখককে উৎসাহ দিতেই এই দিবস পালনের সিদ্ধান্ত ইউনেস্কোর। তাঁদের সম্মানে প্রতিবছরই ইউনেস্কো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে ২৩শে এপ্রিল। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রতি বছর পৃথিবীর কোনো একটি দেশের রাজধানীকে ঘোষণা করা হয় বিশ্ব বই রাজধানী। আমাদের রাজ্যেও মর্যাদার সাথে পালিত হচ্ছে বিশ্ব বই দিবস।
advertisement
যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান প্রজন্মকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলাতে প্রথম তৈরি করা হয়েছে ই-লাইব্রেরি। অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই লাইব্রেরির সমস্ত বই এর পড়া সম্ভব হবে। ২০২০ সালে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী কান্দি রাজ কলেজে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে চালু করা হয় ডিজিটাল ই-লাইব্রেরি। কান্দি রাজ কলেজের গ্রন্থাগার বিভাগের বিভাগীয় প্রধান হিমান চৌধুরী জানান, বর্তমানে অনলাইনে ছয় লক্ষ বই আছে। শুধু তাই নয়, জার্নাল ও ম্যাগাজিন আছে ১লক্ষ ৯৯হাজার। কলেজের সকল পড়ুয়াদের কথা মাথায় রেখে, ডিজিটাল পদ্ধতিতে এই লাইব্রেরি তৈরি করা হয়। যা কলেজের ছাত্রছাত্রী ও যুবসমাজকে বই পড়ার জন্য অনেকটাই উৎসাহিত করেছে। ১৯৫০ সালে স্থাপিত এই কলেজে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ২৬০০। এত সংখ্যক পড়ুয়াকে বইমুখী করতেই এই ই- লাইব্রেরি তৈরি করার চিন্তা ভাবনা করা হয়েছিল। বর্তমানে যেখানে রাজ্যের বিভিন্ন গ্রন্থাগারে পাঠক সংখ্যা কমছে, সেখানে এই কলেজের ই লাইব্রেরি পথ দেখাচ্ছে গোটা জেলা সহ রাজ্যকে। অফলাইনে মাসে ১২০০র বেশি বই নেয় ছাত্র ছাত্রীরা। সেখানে ই- লাইব্রেরি ভিসিট হয় মাসে প্রায় দু' হাজার বার। এখানেই সাফল্য ই- লাইব্রেরির।
advertisement
কলেজে পাঠরত পড়ুয়ারা জানিয়েছেন, কলেজের এই উদ্যোগে তাঁরা খুশি। কোভিড মহামারি পরিস্থিতিতে বাড়িতে বসেই আমরা লাইব্রেরি থেকে অনকে বই পড়তে পেরেছি।
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Books Day: ২৩শে এপ্রিল, বিশ্ব বই দিবস, বইমুখী করতে ই-লাইব্রেরিই ভরসা...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement