কলকাতা ও শহরতলীতে জলপথে উন্নতি আনতে ৭৬৬ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের

Last Updated:

মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কলকাতায় হুগলি নদীতে বৃহত্তর যাত্রী ও পণ্য পরিবহণের পরিকাঠামো ঘটনার জন্য ১০৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করল বিশ্ব ব্যাঙ্ক

#কলকাতা :পশ্চিমবঙ্গের উন্নয়নের খাতায় এবার নতুন সংযোজন৷ তা আবার ঘটল বিধানসভা নির্বাচনের আগে ৷ ভূমিকায় আছেন বিশ্ব ব্যাঙ্ক ও ভারত সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কলকাতায় হুগলি নদীতে বৃহত্তর যাত্রি ও পণ্য পরিবহণের পরিকাঠামো ঘটনার জন্য ১০৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করল বিশ্ব ব্যাঙ্ক। ভারতীয় অর্থে যা র মূল্য ৭৬৬ কোটি টাকা।
জানা গিয়েছে, দুটি পর্যায়ে হবে এই প্রকল্পের কাজ। বিশ্ব ব্যাঙ্কের তরফ থেকে বরাদ্দ করা অর্থে প্রথম ভাগে কলকাতা ও শহরতলির জেটিগুলির সংস্কার করা হবে। এর পাশাপাশি নতুন ভেসেল কিনে আধুনিকীকরণ করা হবে জেটিগুলির ও ৪০টি জায়গায় বসানো হবে ইলেকট্রনিক গেট। দ্বিতীয় ভাগে দীর্ঘমেয়াদি কাজ করার পরিকল্পনা করা হয়েছে। প্রথমত, রাতে ভেসেল চলাচল করার রাস্তা সহজ করতে প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া হবে। জলপথ পরিবহণে কি কি মজবুত পরিকাঠামোর প্রয়োজন বা সেসব ক্ষেত্রে কতো বিনিয়োগের প্রয়োজন সে বিষয়ে খেয়াল করা হবে৷
advertisement
এর সঙ্গে, বেসরকারি উদ্যোগে রো রো ভেসেল চালানোর ব্যবস্থা করা বৃহত্তর কলকাতায়। রো রো ভেসেল আসলে গাড়ি, ট্রাকের মতো বড় গাড়ি যে বড় ভেসেলে পরিবহণ সেগুলি৷ তাই এরপর এর মাধ্যমে গাড়ি, ট্রাক ইত্যাদিও এপার ওপার করানো যাবে । যদিও বিশ্ব ব্যাঙ্কের কর্তাদের মতে, কলকাতায় জলপথে পরিবহণের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মাধ্যমে পরিবহণের সম্ভাবনা তেমন নেই। জলপথে পরিবহণ আরও বাড়ানোর পরিকল্পনা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমল থেকে। পরিকল্পনার পর এবার তা বাস্তবায়নের পথে। মঙ্গলবার নয়াদিল্লিতে সরকারের সঙ্গে বিশ্ব ব্যাঙ্কের এবিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। বিশ্ব ব্যাঙ্কের কর্তাদের মতে, কলকাতার জল পরিবহণ ব্যবস্থা অনেক বেশি ব্যবহার করা যায়। তা হয় না, কলকাতায় আসা মাত্র ২ শতাংশই তা ব্যবহার করেন। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জলপথ ব্যবস্থায় উন্নতি হবে বলে আশা করা হচ্ছে৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতা ও শহরতলীতে জলপথে উন্নতি আনতে ৭৬৬ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement