Women's Day 2025: মাথায় চুল নেই, নেই পায়ের শক্তি! এই নারীর অসামান্য জীবন, কাহিনী জানলে অবাক হবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Women's Day 2025: ছোট থেকেই মাথায় চুল নেই, পায়েও রয়েছে সমস্যা। ছোট থেকেই এখনও পর্যন্ত শুনতে হয়েছে নানা কটুক্তি। কখনও বন্ধুবান্ধব, কখনও পাড়া-প্রতিবেশী, সামনে এবং পিছনে নানান কথা শুনিয়েছে তাকে। তবুও জীবন যুদ্ধে হার মানেনি সে।
পশ্চিম মেদিনীপুর: ছোট থেকেই মাথায় চুল নেই, পায়েও রয়েছে সমস্যা। ছোট থেকেই শুনতে হয় নানা কটুক্তি। কখনও বন্ধুবান্ধব, কখনও পাড়া-প্রতিবেশী, সামনে এবং পিছনে নানান কথা শুনিয়েছে। তবুও জীবন যুদ্ধে হার মানেনি। বেশ কয়েক বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকার কাজ করেন। যেটুকু রোজগার হয় তা দিয়ে চলে সংসার। মনের জোরকে সঙ্গী করে এগিয়ে চলেছে প্রত্যন্ত গ্রামের মধ্যবিত্ত পরিবারের এই নারী।
শারীরিক এবং মানসিক নানা বাধা প্রতিবন্ধকতা থাকলেও, সমাজের কাছে অনুপ্রেরণা তিনি। যারা তার সামনে পেছনে নানান কটুক্তি করে তাদের দেখিয়ে দিয়েছে সৎপথে নিজের উদ্যোগে কিছু করা যায়। পারিবারিক স্বচ্ছলতা না থাকার কারণে শারীরিক নানা কষ্টকে সহ্য করে হেঁটেই যেতে হত স্কুলে। এভাবেই করেছে স্নাতক হন, শেষ করেন বিএড। সম্প্রতি সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তের পড়াশোনা করছেন।
advertisement
আরও পড়ুনঃ আপনার চশমার কাচ কি পুরনো দেখাচ্ছে? জলের সঙ্গে মিশিয়ে নিন ১ ফোঁটা! মুহূর্তে হবে নতুনের মতো ঝকমকে
বাবা কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হওয়ায় সংসারের পুরো দায়িত্ব এখন তাঁর কাঁধে। তবুও হাসিমুখে এগিয়ে চলেছেন। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের এই মেয়ের জীবনের লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গোটা সমাজকে। সমাজের কাছে অনুপ্রেরণার নাম সঙ্গীতা মণ্ডল। বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলার বাজাগেড়িয়া গ্রামে। বাড়ির পাশেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকার কাজ করেন সঙ্গীতা। তাতে যেটুকু রোজগার হয় তাতেই সংসারের খরচ ওঠে।
advertisement
advertisement
ছোট থেকে তার মাথায় চুল নেই। পায়েও রয়েছে সমস্যা। স্বাভাবিকভাবে দীর্ঘ পথ চলতে অসুবিধা হয় তার। মাথায় চুল না থাকায় বিভিন্ন সময়ে কটুক্তির শিকার হতে হয়েছে তাঁকে। কিংবা কোনও সামাজিক অনুষ্ঠানে নিজেকে প্রকাশ করতে সঙ্কোচ হয়েছে। এভাবেই জীবনের বেশ কয়েকটা বছর অতিক্রান্ত হয়েছে তবুও জীবন যুদ্ধে হার মানেননি এই মেয়ে। মধ্যবিত্ত পরিবারে থেকেও আর্থিক অসচ্ছলতাকে সঙ্গী করে পড়াশোনা করে মানুষের মত মানুষ হতে চান।
advertisement
বহুকাল আগে শারীরিক বিশেষ সক্ষম ভাইয়ের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে বর্তমানে সংসারে একা তিনি। মাথার উপরে রয়েছেন তার বাবা-মা। তবে সংসারের গোটা দায়িত্ব তার উপর। মানসিকভাবে কখনও ভেঙে পড়েননি। তার লক্ষ্য বাবা-মাকে দেখা। সংসারে আর পাঁচজনের মতো বেঁচে থাকা। এভাবে প্রতিদিনের সংগ্রাম এবং জীবন যুদ্ধের লড়াই সমাজের কাছে দৃষ্টান্ত। কটুক্তিকে অবহেলা করে জীবনের জয়পথে এগিয়ে চলেছেন এই কন্যা। নারী দিবসে সবার মুখে তাই সঙ্গীতার নাম।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Women's Day 2025: মাথায় চুল নেই, নেই পায়ের শক্তি! এই নারীর অসামান্য জীবন, কাহিনী জানলে অবাক হবেন