দুর্গাপুর মহকুমা আদালত থেকে কাঁকসা ও বুদবুদ থানাকে বাদ দেওয়ায় কর্মবিরতি

Last Updated:

দুর্গাপুর মহকুমা আদালত থেকে কাঁকসা ও বুদবুদ থানাকে বাদ দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি এক সপ্তাহ পরেও অব্যাহত ।

#দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা আদালত থেকে কাঁকসা ও বুদবুদ থানাকে বাদ দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি এক সপ্তাহ পরেও অব্যাহত ।
বাংলা নতুন বছরে বর্ধমান জেলা গ্রামীন ও শিল্পাঞ্চলকে ভেঙে দুটি পৃথক আলাদা জেলা হিসাবে পথচলা শুরু করবে । দুর্গাপুর আদালতের আইনজীবীদের আশঙ্কা, কৃষি সমৃদ্ধ সাবেক বর্ধমান জেলায় চলে যেতে পারে কাঁকসা ও গলসি-১ ব্লক । একই সঙ্গে রানিগঞ্জ হতে পারে নতুন মহকুমা ।
প্রস্তাবিত রানিগঞ্জ মহকুমায় যোগ দেওয়ার সম্ভাবনা অন্ডাল ও পান্ডবেশ্বর ব্লকের একাংশ । কাঁকসা, গলসি-১, অন্ডাল ও পান্ডবেশ্বর ব্লক সম্পুর্ণ ভাবে বর্তমানে দুর্গাপুর মহকুমার অর্ন্তগত । এই অঞ্চলের বাসিন্দাদের আদালতের সব রকম কাজ হত দুর্গাপুর মহকুমা আদালতে ।
advertisement
advertisement
জেলা ভাগের পর কাঁকসা ও গলসি-১ ব্লকের সম্পুর্ণটা বর্ধমান জেলা আদালত ও অন্ডাল ও পান্ডবেশ্বর ব্লকের একাংশ চলে যাবে আসানসোল আদালতের সঙ্গে আশঙ্কা দুর্গাপুর আদালতের আইনজীবীদের ।
এর প্রতিবাদে দুর্গাপুর আদালতের বার এ্যসোসিয়শনের উদ্যোগে প্রায় এক হাজার আইনজীবী, ল-ক্লার্ক ও আদালত চত্ত্বরের ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল করল সোমবার । আইনজীবী, ল-ক্লার্করা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে গত সপ্তাহের মঙ্গলবার থেকে । মঙ্গলবারও দুর্গাপুর মহকুমা আদালত চত্ত্বর থেকে সিটি সেন্টার এলাকায় একটি মিছিলও করে ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুর মহকুমা আদালত থেকে কাঁকসা ও বুদবুদ থানাকে বাদ দেওয়ায় কর্মবিরতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement