Bankura News: টুথব্রাশের ঢাকনা আর ১০০ টাকার চশমা দিয়ে আশ্চর্য যন্ত্র বানাল বাঁকুড়ার খুদে

Last Updated:

টুথব্রাশের ঢাকনা, কিছু ইলেকট্রিকাল কম্পোনেন্ট এবং ১০০ টাকার প্লাস্টিকের একটি চশমা দিয়ে এক তাজ্জব ডিভাইস বানিয়েছে বাঁকুড়ার খুদে আয়ুষ সেন।

+
আয়ুষ

আয়ুষ সেন

বাঁকুড়া: টুথব্রাশের ঢাকনা, কিছু ইলেকট্রিকাল কম্পোনেন্ট এবং ১০০ টাকার প্লাস্টিকের একটি চশমা দিয়ে এক তাজ্জব ডিভাইস বানিয়েছে বাঁকুড়ার খুদে আয়ুষ সেন। জানলে অবাক হবেন, যাঁরা চোখে দেখতে পান না, তাঁদের জীবন পাল্টে দিতে পারে এই আশ্চর্য চশমা। চলার পথে চোখে দেখতে পান না এমন একজনকে দেখেই এই রকম একটি আধুনিক চশমা বানাবার সিধান্ত নেয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আয়ুষ সেন। যারা চোখে দেখতে পাননা তাঁদের জন্য এই চশমা। চশমাটি পরলে সামনে কোনও বাধা বা মানুষ চলে এলে নিজে থেকেই সংকেত দেবে।
আরও পড়ুনঃ স্কুল থেকে উধাও প্রশ্নে প্যাকেট! কাল বাতিল ISC সাইকোলজি পরীক্ষা! নতুন দিন ঘোষণা বোর্ডের
আগাম সংকেত শুনে সময় মত সরে যেতে পারবেন চশমা পরাব্যাক্তি। বাঁকুড়ার ইন্দিরাগোরার বাসিন্দা আয়ুষ সেন নিজেই চশমাটি ডেমোনস্ট্রেট করে দেখায়। প্রায় ১ মিটার রেঞ্জের মধ্যে প্রবেশ করলেই চশমা পাঠাবে সংকেত।মোটামুটি খরচ পড়েছে ৫১০ টাকা। আয়ুষ জানিয়েছে বাবা, মা এবং দাদু দিদার কাছে টাকা নিয়ে সেই টাকা খরচ করে তৈরি করেছে চশমাটি। চশমাটি তৈরি করতে ব্যাবহার করা হয়েছে ট্রান্সমিটার, রিসিভার, টাইমার আইসি, রেসিসটর, ক্যাপাসিটর, লিথিয়াম আয়ন ব্যাটারি, টাইপ ৪৫ সি চার্জার এবং বাজার। প্রায় ২১ দিন লেগেছে চশমাটি পুরোপুরি কার্যকরী করে তুলতে।
advertisement
শুধুমাত্র এখানেই শেষ নয়,ভবিষ্যতে নিজের ডিজাইন করা এইচশমাতে আরও অনেক ফিচার যোগ করতে চায় এই খুদে। সামনে থেকে চলমান বা স্থির বাধা এলে এ আই চশমা পরেথাকা ব্যক্তিকে বলে দেবে ঠিক কোন দিকে যেতে হবে। ইতিমধ্যেই এই চশমা নজর কেড়েছে অনেকেরই। জনপ্রিয় একটি রিয়ালিটি শো’তে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত প্রশংসা করেছেন বাঁকুড়ার এই খুদেকে।
advertisement
advertisement
পুঁথিগত বিদ্যা এখন অতীত। প্রয়োগ মূলক শিক্ষা, এ আই এবং প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছে নতুন প্রজন্ম। বাঁকুড়ার আয়ুষ সেন তারই জ্বলন্ত উদাহরণ। পুঁথিগত বিদ্যা ছাড়াও নিজের শিক্ষা এবং বুদ্ধিমত্তাকে ব্যাবহার করে একটি আশ্চর্য চশমা বানিয়েছে এই ছেলে।
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: টুথব্রাশের ঢাকনা আর ১০০ টাকার চশমা দিয়ে আশ্চর্য যন্ত্র বানাল বাঁকুড়ার খুদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement